Header Ads Widget

Responsive Advertisement

বিয়ের আসরে নতুন বউয়ের মৃত্যু।

 আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ 



সৌদি আরবে বিয়ের আসর থেকে নতুন বউ  সরাসরি কবরে কিন্তু কেন।

এই ঘঠনাতে রয়েছে প্রতিটি মুসলিমের জন্য শিক্ষা। নামাজ পড়তে গিয়ে বিয়ের রাত্রে মারা গেল এক যুবতী মেয়ে।

বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন।

তো চলুন শুরু করা যাক,নামাজ পড়তে গিয়ে বিয়ের রাতে মারা গেল এক যুবতী নারী, এক আল্লাহ ভীরু যুবতী মেয়ের সত্য কাহিনী, আজ তার বিয়ে মহা উৎসবে চলছে সব আয়োজন, 

আসরের নামাজের পর তাকে মেকাপ দেওয়া হলো, লাল বিয়ের পোষাক পড়ানো হলো, এই করতে করতে মাগরীবের আজান হলো,তখন তার মনে হলো তার অযু নষ্ট হয়ে গেছে, তখন তার মাকে বিষয়টি জানালো, এবং বললো মা আমি অযু করে মাগরীবের নামাজ পরতে যাই,তখন তার মা বললো তুমি কি পাগল।দেখছো না সবাই তোমার জন্য অধীর অপেক্ষায় আছে,তোমার মেকাপের কি হয়ে অযুর পানিতে সব ধুয়ে যাবে। তখন তার মা বললেন আমি নির্দেশ দিচ্ছি, তুমি এখন নামাজ পড়বে না তুমি যদি এখন অযু করো তবে আমি অনেক হবো।

মেয়ে জবাব দিলো,নামাজ না পড়ে আমি এখান থেকে কোথাও যাবো না,মা তুমি জানো না নামাজের কোন মাফ নেই, মানুষ আল্লাহ তায়ালার অবাধ্য হতে পারে না। 

মেয়ের মা তখন বললেন,মেকাপ ছাড়া তোমাকে দেখলে  মেহমানরা সবাই হাসাহাসি করবে, তাদের চোখে কি তোমাকে সুন্দর লাগবে?

তখন মেয়ে বললো,মা তুমি কি এই চিন্তা করো যে, মেহমান আমায় নিয়ে হাসাহাসি করবে, আর আমিও ভাবছি আমি যদি নামাজ বাদ দেই, তবে আল্লাহর দৃষ্টিতে আমি সুন্দর হবো না, মেয়েটি তখন অযু শুরু করলো, তখন তার সব মেকাপ মুছে গেলো।কিন্তু সে সেগুলোর কিছুই পরোয়া করলো না, তারপর সে নামাজ শুরু করলো যথারীতি নামাজ আদায় করতে লাগলো,কিন্তু তখনো সে জানতো না যে, এটাই তার জীবনের শেষ নামাজ, সে যখন নামাজ পড়া শুরু করলো তখনই নামাজ পড়তে পড়তে মৃত্যু হলো।

এক মুসলিম মেয়ে তার প্রভুর হুকুম নামাজ আদায়ের ব্যাপারে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে।

নামাজরত অবস্থায় তার মহান রবের ডাকে সাড়া দিয়ে চলে গেছেন।এর চেয়ে সুভাগ্য আর কি হতে পারে।


Post a Comment

0 Comments