Header Ads Widget

Responsive Advertisement

জিনা কারী মহিলার কবরের ঘটনা

 আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ 



আশাকরছি আপনারা সকলেই ভালো আছেন।

চলুন দেরি না করে শুরু করা যাক,Al Muntaha 24 এর আরেকটি নতুন ভিডিও। 


একজন মহিলা একদিন হুজুর স. এর কাছে এসে বললেন ইয়া রাসুলআল্লাহ আমাকে শাস্তি দিন। 

হুজুর স. জিজ্ঞেস করলেন তুমি কি এমন অপরাধ করেছো যার জন্য তোমাকে শাস্তি দিতে হবে,মহিলা বললেন আমি ভ্যাবিচার করেছি, তখন মহানবী স.বললেন তুমি এসব কি বলছো তোমার হুশ ঠিক আছে তো?

মহিলা বললেন হুজুর আমি সত্যি বলছি, আমি জিনা করেছি এবং গর্ভবতী হয়ে গেছি। মহানবী স.বললেন তুমি কি পুর্বে একজন সাহাবীর জিনার শাস্তি মৃত্যুূদন্ড দেখোনি,

তখন মহিলা বললেন জ্বী হুজুর আমি জানি আমাকে শাস্তি দিন তখন মহানবী স. বললেন ঠিক আছে এখন তুমি গর্ভবতী আগে তোমার সন্তান প্রসব করো তারপর তোমার বিচার হবে।

মহিলা চলে গেলেন,কিন্তু তার পিছনে কোন প্রহরী বা পাহারাদার দেওয়া হলো না, সন্তান প্রসব করার পর ঠিক আবার মহিলাটি হুজুর স. এর কাছে ফিরে আসলেন। 

মহিলাটি বললেন আমি সন্তান প্রসব করেছি এবার আমাকে শাস্তি দেন,তখন মহানবী স. বললেন তোমার সন্তান এখনো ছোট তোমার সন্তান যতদিন  দুধ পান করে ততদিন তুমি মুক্ত।

মহিলাটি আবার চলে গেলো, নেই কোন প্রহরী নেই কোন পাহারাদার নেই কোন চাপ।মহিলাটি স্তন পান করা শেষ করার পর আবার আসলেন। নবী করিম স. কে বললেন এখন আমাকে শাস্তি দিন মহানবী স. তখন তার শাস্তি ঘোষনা করলেন মহিলাটিকে শাস্তি স্বরুপ তার শরীরে কাপড় চোপড় পেচিয়ে মাটিতে পুতে দেওয়া হলো, সকলের পাথর নিক্ষেপে মহিলাটির মৃত্যু হলো, জিনা কারীদের এটাই হলো মহান আল্লাহ তায়ালার প্রদত্ত শাস্তি, মহানবী স. ঐ মহিলার জন্য আল্লাহ তায়ালার কাছে দোয়া করলেন। 

এমন সময় ওমর রদিয়াল্লাহু তায়ালা আনহু বললেন ইয়া রাসুলুল্লাহ আপনি একজন ভ্যাবিচারী মহিলার জন্য কেন দোয়া করছেন।

মহানবী স. বললেন, সে যে তওবা করেছে তা যদি ৭০ জন মক্কা বাসিকে ভাগ করে দেওয়া হয় তাহলে ৭০ জন জান্নাত পাওয়ার জন্য ঐ তওবা'ই যথেষ্ট। 

তো বন্ধুরা Al Muntaha 24 এর আজকের ভিডিওটি ছিলো এই পযন্তই।ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট বক্সে কমেন্ট


Post a Comment

0 Comments