আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
প্রিয় দর্শক
আপনাদের স্বপ্নে মৃত মানুষকে জীবিত দেখলে বা এরকম মৃত মানুষকে জীবিত দেখলে কি হয় বা কি ঘটতে পারে সেগুলো জানানোর জন্য আপনাদের সামনে হাজির হয়েছি
আপনারা জানেন রাসূল সাল্লাহু সাল্লাম বলেছেন ,,স্বপ্ন- নবুয়তের চল্লিশ ভাগের এক ভাগ । আল্লাহ পাক রব্বুল আলামীন বিভিন্ন রকম নিদর্শন মানুষকে নিয়ে দিয়ে থাকেন । আমি স্বপ্নের ব্যাখ্যা গুলো নিয়েছি বিখ্যাত স্বপ্ন বিশারদ আল্লামা ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহ এর বিখ্যাত গ্রন্থ থেকে ।
প্রিয় দর্শক
আল্লাহ পাক রব্বুল আলামীন যে নিদর্শনগুলো বা যে আলামত গুলো মানুষদের দিয়ে থাকেন স্বপ্নে মৃত মানুষকে দেখলে,, আসুন আমরা তা জেনে নেই।
মনের উপরে গভীর প্রভাব পরে সব সময় মৃত মানুষকে দেখলে,, ভয়ের কিছু নেই । তা ভালো হতে পারে আবার খারাপ ও হতে পারে। তবে তা নির্ভর করে আপনি কার মৃত্যু দেখেছেন ??? কেমন দেখেছেন?? কখন দেখেছেন?? এর উপর নির্ভর করে
প্রিয় দর্শক
যদি আপনি স্বপ্নে মৃত লোক কে জিবিত দেখেন তাহলে কি অবস্থা দেখলেন সেটার উপর নির্ভর করবে। যদি দেখেন মৃত লোক আপনাকে ডাকছে তাহলে অবশ্য এটা ভয়ের কারণ । হইতো আপনার মৃত্যুর সময় ঘনিয়ে আসছে., বা আপনি অসুস্থ হয়ে যেতে পারেন । অথবা আপনি যদি দেখেন যে ,,আপনার কাছে খানা চাচ্ছে ,তাহলে মনে করবেন ঐ মৃত লোক সে খুব খারাপ অবস্থায় আছে ।
তাকে খুব দ্রুতই তার জন্য আপনি গরিব মিসকিন কে খাইয়ে দিবেন।
সম্মানিত দর্শক শ্রোতা ,,
এছাড়া যদি দেখেন কিছু লোক কান্নাজড়িত অবস্থায় ছেঁড়াফাটা বস্তু পরিহিত অবস্থায় আছে,, তাহলে মনে করবেন কবরে সে কষ্টে আছে । আপনি তার জন্য যথারীতি উলামায়ে কেরামকে দিয়ে কোরআন খতম করাবেন । এবং বিভিন্ন রকম পুন্যের কাজ করাবেন । এবং তার রুহে পৌঁছাবেন। ইনশাল্লাহ বিভিন্ন আজাব থেকে আল্লাহ পাক তাকে মুক্তি দান করবেন।
এছাড়াও যদি আপনি দেখেন মৃত লোক কে হাসিখুশি অবস্থায়,, তাহলে আপনি মনে করবেন যে আসলে লোকটি এখন খুব ভালো অবস্থায় আছে।
আর যদি আপনি দেখেন মৃত মানুষকে নিয়ে ভ্রমণ করতে বেরোচ্ছেন,, তাহলে ভয়-ভীতির আশঙ্কা রয়েছে,, তাহলে আল্লাহর রাস্তায় আপনি কিছু দান সদকা করুন। ইনশাআল্লাহ ভয়-ভীতি গুলো দূর হয়ে যাবে ।
আর যদি দেখেন মৃত মানুষ কান্না করছে ,,তাহলে মনে করবেন দেশে প্রাকৃতিক একটা বিপর্যয়ের সম্ভাবনা রয়েছে । যে কোন একটা ক্ষতি হয়ে যেতে পারে ।
আর যদি মৃত মানুষের দান আপনি গ্রহণ করতে দেখেন,, তাহলে আপনার মনের আশা পূরন হওয়ার সম্ভাবনা রয়েছে।
আর যদি মৃত মানুষ দেখেন ,,তাহলে শারীরিক শক্তি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর মৃত মানুষের সাথে কথা বলতে দেখলে,, আপনি মনে করবেন যে আপনি কোন কিছু পাবার সম্ভাবনা রয়েছে। যা আপনি পেতে পারেন। অথবা আপনার কাছ থেকে চলে যেতে পারে । সুতরাং আপনি খেয়াল করবেন ওই সময় আপনি হাসিখুশি অবস্থায় ছিলেন,,,না একটু বেজার ছিলেন। যদি হাসি খুশি থাকেন তাহলে পাবেন।
আর যদি কান্নাজড়িত অবস্থায় থাকেন,, তাহলে আপনার থেকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে ।
আর যদি মৃত মানুষের মাথা কাটা অবস্থায় দেখেন তাহলে আপনার আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রিয় দর্শক
মৃত মানুষকে যদি আপনি কান্না করতে দেখেন,, তাহলে কি হয় এটা আমরা আগেই বলেছি। আর যদি মৃত মানুষকে উলঙ্গ দেখেন,, তাহলে এটা পাপমোচনের আলামত। যদি আপনি মৃত মানুষকে গোসল করতে দেখেন ,,তাহলে আপনার শারীরিক অসুস্থতা থেকে মুক্ত থাকবেন। এবং সৎ পথে আসার সম্ভাবনা রয়েছে ।
মৃত মানুষকে যদি আপনি দাফন করতে দেখেন ,,তাহলে দুঃখ হতাশা বেদনা এগুলো দূর হয়ে যাবে ইনশাআল্লাহ।
আর যদি কোন মৃত মানুষকে কিছু চাইতে দেখেন,, তাহলে মৃত হওয়ার লক্ষণ বা কোন সমস্যায় পরার লক্ষণ । এজন্য যা কিছু চাইতে দেখবেন তা আপনি দান সদকা করে দিবেন ।
গরিব মানুষকে মৃত মানুষসের সাথে যদি আপনি খাইতে দেখেন,, তাহলে আপনি ইহকালে এবং পরকালে সুখ শান্তির আলামত রয়েছে। আর যদি আপনি নিজেকে মরে যেতে দেখছেন অথবা আপনি মারা যাচ্ছেন,, তাহলে আপনার আয়ু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে।
এভাবে যদি কোনো জীবিত মানুষকে আপনি স্বপ্নে দেখেন তাহলে তার ইনশাআল্লাহ আয়ূ বৃদ্ধি পাবে।
যদি আপনি মৃত মানুষকে মাল বহন করতে দেখেন,, তাহলে আপনার হারাম মাল উপার্জনের সম্ভাবনা রয়েছে ।
আর যদি প্রিয় বন্ধুকে মৃতাবস্থায় দেখেন তাহলে আপনি মনে করবেন আপনার বন্ধুর সাথে সম্পর্ক ছিন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে ।
প্রিয় দর্শক ,,
আর যদি আপনি স্বপ্নে খারাপ কিছু দেখেন,, তাহলে আল্লাহর রাস্তায় কিছু দান করবেন । ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার বালা মুসিবত থেকে রক্ষা করবেন । কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসসদাকতু তারকতুল বালা।
প্রিয় দর্শক,,
আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে,, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন,, এবং কমেন্ট করে আমাদেরকে জানাবেন।
আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন,, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
এতক্ষন সাথে থাকার জন্য ধন্যবাদ,।
0 Comments