Header Ads Widget

Responsive Advertisement

তাইওয়ানে জন্ম নেয়া এই শিশুনর ঘটনা

 আসসালামুআলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভাল আছেন। 



প্রিয় বন্ধুরা  আজ আমি আপনাদের যে ঘটনাটি শোনাবো। সেই ঘটনাটি শোনার পর, আপনি অবাক হয়ে যাবেন। এবং মনে মনে বলবেন, আল্লাহর কি কুদরত, সুবহানাল্লাহ। বন্ধুরা বাচ্চাটি জন্ম নেওয়ার সময় তার, দুটো কিডনি কোন এক কারণে কাজ করছিল না। তবে মায়ের দুধের কারনে, বাচ্চা টি আজ জীবিত হয়েছে। কিন্তু কেন, বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা তাইওয়ানের ডাক্তারদের কাছে, অন্যতম এক বিস্ময়কর ঘটনার নাম, তাইওয়ানে জন্ম নেয়া এই শিশু বাচ্চা, লুই পিও। বন্ধুরা বাচ্চাটির জন্ম নেওয়ার সময়, তার দুটো কিডনি কোন এক কারণে কাজ করছিল না। এত ছোট বাচ্চা, তাই ডাক্তাররা কোনোরক ঝুঁকি নিতে চাননি। তাই কৃত্রিম উপায়ে বাচ্চাটিকে বাঁচিয়ে রেখেছিলেন তারা, এভাবে প্রায় পাঁচদিন তাকে রাখার পর, ডাক্তাররা একরাতে ঘোষণা দেন। এভাবে তাকে আর রাখা সম্ভব না, এবং তার বাচ্চার মা বাবাকে জানিয়ে দেন যে, এই ব্যাপারে, বাচ্চার মা কাঁদতে কাঁদতে এক পর্যায়ে  অসুস্থ হয়ে পড়েন। সকাল আটটায় লাইফ সাপোর্ট খুলে নেওয়ার কথা ছিল। পাঁচটার দিকে বাচ্চাটির মা তাকে শেষবারের মতো, দেখতে চান। জন্মের পর থেকেই বাচ্চাটিকে মায়ের কাছে রাখা হয়নি, এমনকি খেতে দেওয়া হয়নি মায়ের বুকের দুধ, কাঁপা কাঁপা হাতে, প্রাণের টুকরোটি কে, বুকে জড়িয়ে ধরেন তিনি। বাচ্চাটি মায়ের ছোঁয়া পেয়ে, ঢুকরে কেঁদে ওঠে। নিজেকে ধরে রাখতে পারিনি মা, পরম মমতায় জড়িয়ে রেখে, বুকের দুধ খেতে দেন তিনি। পরদিন সকালে ডাক্তার এসে দেখে, এক অবিশ্বাস্য ঘটনা। সুবহানাল্লাহ,বাচ্চাটির লাইভ সাপোর্ট খুলে নেওয়ার আগে, শেষবারের মতো তাকে একটা টেস্ট করানো হয়। এবার দেখা যায়, বাচ্চাদের কিডনি আস্তে আস্তে কাজ করা শুরু করেছে। ডাক্তাররা সকালে বাবুটিকে, তার মায়ের দুধ খাওয়ানোর কথা জানতে পারেন। এরপর থেকে পুরো এক সপ্তাহ বাচ্চাটিকে, পর্যবেক্ষন করা হয়। এ সময় তাকে মায়ের দুধ ছাড়া, আর কোন খাবার দেওয়া হয়নি। ধীরে ধীরে সবাইকে অবাক করে, সুস্থ হয়ে ওঠে বাচ্চাটি। সুবহানাল্লাহ, আল্লাহ চাইলে কি না করতে পারেন, তিনি একটি মাখলুককে মৃত্যু দিতে পারেন, আবার চাইলে মৃত্যু থেকে বাঁচাতে পারেন। সবিই তাঁর ইচ্ছা,

Post a Comment

0 Comments