আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।
প্রিয় দর্শক ,,
কোনো মানুষের পরিচয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মৌলিক মাধ্যম হচ্ছে তার নাম। এজন্য ইসলামে নাম রাখার গুরুত্ব অপরিসীম। নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে উম্মতকে স্পষ্ট দিকনির্দেশনা প্রদান করেছেন। ভালো নাম চিহ্নিত করার পাশাপাশি মন্দ ও অসুন্দর নাম রাখা থেকে বাঁচার জন্য সতর্ক করেছেন এবং অসুন্দর নাম পরিবর্তন করে ভালো নাম রাখার মাধ্যমে বাস্তব জীবনে এর আমলী নমুনা পেশ করেছেন।
নাম শুধু পরিচয়েরই বাহন নয়; বরং ব্যক্তির চিন্তা-চেতনা ও রুচি-অভিরুচিরও আয়না স্বরূপ। সুন্দর নাম মন-মানসিকতার উপর প্রভাব ফেলে এবং মন্দ নামেরও কিছু না কিছু প্রভাব ব্যক্তির উপর থাকে।
তাই ঘরের ফুলবাগানে যখন কোনো শিশু কলি হয়ে আসবে তখন সতর্কতার সাথেই তার নাম নির্বাচন করা উচিত। যেন নামটা হয় ইসলামী, সুন্দর ও ভাবগম্ভীর।
ভালো নাম রাখা পিতা-মাতার সর্বপ্রথম দায়িত্ব। আমরা এভাবেও বলতে পারি যে, পিতা-মাতার উপর সন্তানের সর্বপ্রথম হক হচ্ছে, তার জন্য সুন্দর নাম নির্বাচন করা। আবদুল্লাহ ইবনে আব্বাস রা. ও আয়েশা রা. থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-
من حق الولد على الوالد أن يحسن اسمه ويحسن أدبه.
অর্থ : সন্তানের সুন্দর নাম রাখা ও তার উত্তম তারবিয়াতের ব্যবস্থা করা বাবার উপর সন্তানের হক। -মুসনাদে বাযযার (আলবাহরুয যাখখার), হাদীস ৮৫৪০
আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মেয়েদের ৩০ টি ইসলামিক নাম সম্পর্কেে,,
এবং অর্থসহ অনুবাদ করার চেশ্টা করব ইনশাল্লাহ।
আতিকা = Atika = أتيكا = সুন্দরি।
আজরা রায়হানা = Ajra Rayhana = عزرا: ريهانا = কুমারী সুগন্ধী ফুল
ইলহাম = Ilham = الإلهام = তার চারপাশে সবার জন্য অনুপ্রেরণা একটি মেয়ে
ইসমাত আফিয়া = Ismat Afiya = عصمت: عافية = পূর্ণবতী।
ফাবিহা বুশরা = Fabiha Bushra = قبيحة بشرى = অত্যন্ত ভাল শুভ নিদর্শন।
ফায়জা = Fayja = فايزة = একটি মহিলা যিনি সবসময় বিজয় ফিরিয়ে এনেছে।
লামিয়া = Lamia = لمياء = ভাগ্যবান /উজ্জল।
লাইজু = Laizu = زنبق = বিনয়ী।
সানজিদা = Sanjida = سنجدة = বিবেচক
সাবিহা = Sabiha = صبيحة = রূপসী।
মাহমুদা = Mahmuda = محمود = প্রশংসিতা।
মাহিরা = Mahira = المهيرة: = একটি মেয়ে যে কানায় কানায় প্রাণবন্ত
রামিসা = Ramisa = راميسة: = নিরাপদ।
রায়হানা = Rayhana = ريحانة: = সুগন্ধি ফুল।
জায়রা = Jayra = زيارة = একটি গোলাপের চমৎকার প্রকৃতি
জারা = Jara = زارا = একটি ফুলের মতো প্রকৃতির ।
তানিয়া = Tania = تانيا = রাজকণ্যা।
তাবাসসুম = Tabassum = تباسم = মুসকি হাসি।
তাবিয়া = Tabiya = الطابية = অনুগত।
তামান্না = Tamanna = تمنى = ইচ্ছা।
তাযকিয়া = Tazkiya = تايقية = পবিত্রতা।
হেনা = Hena = الحناء = নম্র, একটি ফুল
ইসরাত = Israt = إسرات= সাহায্য।
সাবরিনা – বাংলা অর্থ – রাজবংশী এবং রাজার মেয়ে অর্থাৎ রাজকুমারী।
সাবিকা – বাংলা অর্থ – যে সর্বদা প্রথম স্থান অধিকার করে এমন এক নারী।
সাফিয়া – বাংলা অর্থ – এমন এক নারী যে ধর্মের প্রতি বিশ্বাস রাখে অর্থাৎ ধার্মিক।
সাবরিয়াহ – বাংলা অর্থ – ভাগ্যবতী নারীকে বোঝাতে এই শব্দ ব্যবহার করা হয়।
সুবায়তাহ – বাংলা অর্থ – কোনো এক নারী যে খুব সাহসী এমন একজন কে বোঝানো হয়ে থাকে।
ইফাত হাবীবা = Ifat Habiba = সতী প্রিয়া
আফিয়া হুমায়রা – নামের বাংলা অর্থ- পুণ্যবতী রূপসী।
0 Comments