আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।
সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা সবাই ভাল আছেন।
প্রিয় দর্শক ,,
আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমন একজন সাহাবির কথা,,,যাকে স্বয়ং আল্লাহ তাআলা সরাসরি িসালাম পাঠিয়েছেন।
তো চলুন ভিডিওটি শুরু করা যাাকঃ
প্রিয় দর্শকঃ
একটি ইসলামিক কল্যাণমূলক রাষ্ট্র গড়ার জন্য যেমন জিহাদের প্রয়োজন হয় । তেমনি অর্থের প্রয়োজনয়তাও কোন অংশে কম নয়। আমাদের প্রিয়নবী সাল্লাল্লাহু আলাই সালাম এর জীবদ্দশায় কাফেরদের সাথে অনেকগুলো যুদ্ধ সংঘটিত হয়েছিল। আর তখন শিশু ইসলামের জন্য যুদ্ধগুলো শুধু বাতিলের বিরুদ্ধে ন্যায়েরি নয় ,,টিকে থাকার ও হচ্ছিল। ইসলামকে সমুন্নত করতে সাহাবী রাদিয়াল্লাহু তা'আলা আনহু গন নিজেদের ধন-সম্পদ আল্লাহর রাস্তায় অকাতরে বিলিয়ে দিয়েছেন । আজ আমরা হযরত আবুবকর রাদিয়াল্লাহু তা'আলা আনহুর দান সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব । আশাকরি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন।
যে স্বীয় সম্পদ দান করে আত্মশুদ্ধির জন্য ,এবং তার প্রতি কারও অনুগ্রহের প্রতিদানে নয়, কেবল তাহার মহান প্রতিপালকের সন্তুষ্টির প্রত্যাশায়, সেতো অচিরেই সন্তোষ লাভ করবে । সূরার লাইলের এই 4 টি আয়াত 18 থেকে 21 সম্পর্কে তাফসীর ইবনে কাসীর লেখা হয়েছে যে ,অধিকাংশ মুফাসসিরের মতে আয়াতগুলো আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহুর দান প্রসঙ্গে নাযিল হয়েছে। নিজের সমস্ত সম্পদ আল্লাহর আনুগত্য প্রকাশে ও রাসূল সাল্লাল্লাহু আলাই সালাম এর ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে আল্লাহর পথে দান করেছিলেন । যখনই দানের প্রস্তাব আসত আবু বকর রাদিয়াল্লাহু তালা আনহু মন খুলে দান করতে আগ্রহী হয়ে
উঠতেন । দুনিয়াবী কোন স্বার্থ ব্যতীত তিনি সার্বজনীনভাবে সকলের সাহায্য করতেন । তিনি একাধারে শ্রেষ্ঠ সত্যবাদী ,, রাসুলের আমৃত্যু সহযোগী, অতুলনীয় দানসীল ছিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তা'আলা আনহু বলেন ,,রাসূল সাল্লাল্লাহু আলাই সালাম বলেছেন, আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু সম্পদ যতটুকু আমার উপকার করেছে আর কারো সম্পদ করেনি । তখন আবু বকর রাঃ বিসয়ের সাথে বলতেন, ইয়ারাসুলাল্লাহ আমি আর আমার সম্পদ সবই আপনার।
ইবনে ওমর রাদিয়াল্লাহু তা'আলা আনহু বর্ণিত তিনি বলেন. ইসলাম গ্রহণের সময় আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু এর কাছে চল্লিস হাজার দিরহাম ছিল।
আর হিজরতের সময় তা কমে হয়েছিল মাত্র 5 হাজার দিরহাম। বাকি অর্থ তিনি ইসলামের সাহায্যার্থে এবং মুসলমান গোলাম আজাদ করার পিছনে ব্যয় করেন। যাদের মালিকরা তাদের ইসলাম কবুল করার কারণে নির্যাতন করতো।
আবু বকর রাদিয়াল্লাহু এর ব্যাপারে ইবনে ওমর রাঃ বলেছিলেন একদিন আমি রাসূল সাল্লাল্লাহু ইসলামিক দরবারে উপস্থিত ছিলাম,, আবু বকর রাদিয়াল্লাহু আনহু জুব্বা পরিহিত অবস্থায় আসলেন ,সে জুব্বায় কোন বোতাম ছিল না ।তার বদলে কাটা দিয়ে জুব্বার সম্মুখভাগ বন্ধ করা ছিল। এমন সময় জিবরাইল আলাইহিসসালাম এসে বললেন,, ইয়া রাসূলাল্লাহ আবুবকর আজ কাটা লাগিয়ে জুব্বা পরে কেন এসেছেন?? রাসূল সাল্লাল্লাহু ইসলাম বলেন, মক্কা বিজয়ের আগে তিনি আমার জন্য তার সমস্ত সম্পদ দান করে দিয়েছেন । জিব্রাইল আলাই সাল্লাম বলেন আল্লাহ তাআলা আবু বকরকে সালাম জানিয়েছেন । আর বলেছেন যে,, তার জন্য আপনি যে দারিদ্রতাকে কবুল করে নিয়েছেন, তাতে আপনি কি সন্তুষ্ট??/
তখন আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু বলেন,, আমি আমার প্রতিপালক এর উপর পুরোপুরি সন্তুষ্ট ।
প্রিয় দর্শক ,,
উক্ত বিষয় গুলো থেকে আমরা অনুধাবন করতে পারি যে আল্লাহ ও তার রাসুলের প্রতি হযরত আবু বকর রাঃ এর ভালোবাসা কত গভির ছিল।
আল্লাহ তাআলা আমাদের সকল কে সাহাবাদের মত আল্লাহ এবং তার রাসুল কে ভালোবাসার তাউফিক দান করুন । আমিন!
0 Comments