আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।

সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা সবাই ভাল আছেন।    

প্রিয় দর্শক ,,

এক সাহাবীর সঙ্গে জ্বীনের সাক্ষাৎকার হয়েছিল। সেই জ্বীনের পাঁছিল পশুর পায়ের মতো । কিন্তু সেই জ্বীন  ওই  সাহাবী কে কোন প্রকার ক্ষতি সাধন করতে পারেনি।  বরং সেই জ্বীন পালিয়ে গিয়েছিল।  তাহলে বিস্তারিত ঘটনাটি শুনুন,, আমের ইবনে আব্দুল্লাহ ইবনে যুবাইর রাদিয়াল্লাহু আনহু বলেন ,হযরত আব্দুল্লাহ ইবনে যুবাইর আল্লাহু আনহু কুরাইশদের একদল আরোহীদের সাথে ওমরা করে ফিরছিলেন। 

যখন তারা ইয়ানাসীব পাহাড়ের কাছে পৌঁছাল,, তখন সেখানে একটি গাছের নিকট একজন লোকের দেখা পেলেন । হযরত যুবাইর রাদিয়াল্লাহু আনহু আপন সংগীদের হতে এগিয়ে গিয়ে লোকটির কাছে গেলেন,, এবং তাকে সালাম দিলেন । লোকটি তার প্রতি কোনো ভ্রুক্ষেপ করল না । এবং খুবই ক্ষীণ আওয়াজই সালামের উত্তর দিলো।  হযরত ইবনে যুবাইর রাদিয়াল্লাহু আনহু তার সওয়ার হতে নামলেন।  কিন্তু লোকটি একটুও নড়ল না।  নিজ স্থানে স্থির হয়ে থাকল।  হযরত ইবনে যুবাইর রাঃ বললেন,, ছায়া হতে সরে যাও।  সে অত্যন্ত বিরক্তির সাথে একদিকে সরে গেল।  হযরত যুবাইর রাদিয়াল্লাহু আনহু বললেন,, আমি সেখানে বসলাম এবং তার হাত ধরে বললাম ,,তুমি কে ??সে বলল আমি একজন জিন।                                                                                  


সে এই কথা বলতেই আমার শরীরের সমস্ত লোম দাঁড়িয়ে গেল,, আমি তাকে জোরে টান মেরে বললাম , জ্বীন হয়ে তুমি এই ভাবে আমার সামনে আত্মপ্রকাশ করো ??আমি এইবার লক্ষ্য করে দেখলাম তার পা জানোয়ারের পায়ের মত।  আমি যখন একটু শক্তি দেখালাম,, তখন সে নরম হয়ে গেল।  আমি তাকে ধমক দিয়ে বললাম,, এত নিচু জাত হয়ে আমার সামনে এসেছ?? এ কথা বলতেই সে পালিয়ে গেল।                                               

এর মধ্যে আমার সঙ্গী গন এসে উপস্থিত হলো,,তারা আমাকে জিজ্ঞাসা করল. আপনার কাছে যে লোকটি ছিল সে কোথায় গেল??আমি বললাম লোকটি একজন জ্বীন ছিল।  পালিয়ে গিয়েছে।  আমার একথা শুনা মাত্র তারা প্রত্যেকে নিজ সওয়ারী হতে মাটিতে পড়ে গেল । এরপর তাদের সকলকে উঠিয়ে সওয়ারির পিঠে বেঁধে দিলাম । এবং তাদেরকে নিয়ে হজে উপস্থিত হলাম।  তখন পর্যন্ত তাদের জ্ঞান বুদ্ধি স্বাভাবিক হয়নি।                                  

                                                                                                                                                             

 আহমেদ আবিল রাদিয়াল্লাহু আনহু বলেন. আমি আবু সুলাইমান দারানি রাদিয়াল্লাহু আনহুকে এই ঘটনা বর্ণনা করতে শুনেছি।                                                                                                                                

  হযরত ইবনে যুবাইর রাদিয়াল্লাহু আনহু চাঁদনী রাতে নিজস্ব চড়ে বাইরে গেলেন।  চলতে চলতে তবুকে গিয়ে নামলেন।  তিনি হঠাৎ তার সওয়ারীর উপর একজন সাদা চুল দাড়ি ওলা বৃদ্ধ লোককে বসে থাকতে দেখলেন । এতে সে সওয়ারি হতে একদিকে সরে গেল।  এবং হযরত ইবনে যুবাইর রাদিয়াল্লাহু আনহু নিজ সওয়ারিতে  উঠে রওনা হয়ে গেলেন। বৃদ্ধলোক উচ্চস্বরে ডেকে বলল হে  ইবনে যুবাইর!! আল্লাহর কসম যদি আপনার অন্তরে চুল পরিমাণও আমার ভয় প্রবেশ করত তবে আমি আপনার মাথা নষ্ট করে দিতাম ।                    


হযরত ইবনে যুবাইর রাদিয়াল্লাহু আনহু বললেন ওরে মালাউন ,,সামান্য পরিমাণ তোমার ভয়ও কি আমার অন্তরে প্রবেশ করতে পারে?? আমিতো এক মাত্র আল্লাহ তাআলাকে ভয় করি । তোমাকে কেন ভয় করব?? আমাদের আসলে এক মাত্র আল্লাহ তাআলাকে ভয় করা উচিত।  একমাত্র তাঁর ইবাদত করা উচিত।  আমাদের মনে রাখতে হবে ,সর্বোচ্চ শক্তিমান আল্লাহ তায়ালা তার উপরে কেউ নেই । কিছুই নেই ।