আসসালামু আলাইকুম বন্ধুরা
আশাকরছি আপনারা সকলেই অনেক ভালো আছেন।
কবর থেকে আওয়াজ আসলো হে আমার প্রিয় স্ত্রী, তারাতারি আমার কাছে চলে এসো,এরপর যা ঘঠলো তা শুনে আপনারা রিতীমত চমকে উঠবেন।
তাই আমি আপনাদের অনুরোধ করবো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন।তো চলুন শুরু করা যাক।
ঘঠনাটি বর্ণনা করেন উলাময়ে ইবনে যাওজী (রহ.) ঘঠনাটি ছিলো অনেকটা এমন,এক বুজুর্গ ব্যাক্তি বলেন,যে আমি একবার জিহাদ করার জন্য ঘড় থেকে বের হই,কয়েকমাস আল্লাহর রাস্তায় জিহাদ করার পর,যখন আমি বাড়ির পথে রওয়ানা হই পথিমধ্যে আমি শাম দেশের এক শহরের কেল্লার সামনে এসে উপস্থিত হয়,অনেক রাত হয়ে যাওয়ার কারনে সেই কেল্লার দরজা বন্ধ করে দেওয়া হয়,যেহেতু রাত হয়ে গেছে তাই আমি আর সামনে সফর না করার সিদ্ধান্ত নিয়ে সেই কেল্লার দরজার সামনে রাত অতিবাহিত করার সিদ্ধান্ত নিলাম,শীতের রাত,সামনে একটি কবরস্থান ছিলো, এবং একটি কবর কেল্লার নিকটবর্তী ছিলো,রাতের বেলায় আমি যখন ঘুমের ঘড়ে ছিলাম,তখন আমার পাশের কবর থেকে আওয়াজ শুনতে পাই,হে প্রিয়তমা তুমি তারাতারি আমার কাছে চলে এসো,তোমাকে দেখে আমি আমার হৃদয় ঠান্ডা করবো,যখন আমি ঐ কবর থেকে এমন উদ্ভুত আওয়াজ শুনতে পাই,তখন আমার অন্তরে ভয় ধরে যায়,যার কারনে আমি সারাটা রাত নামাজ এবং জিকির আজকার করে কাটিয়ে দেই,শেষ রাতে যখন আমার চোখে ঘুম চলে আসে,তখন আমি আবার ঘুমিয়ে পড়ি,অথপর আমি পুনরায় ঐ কবর থেকে একটি আওয়াজ শুনতে পাই,যেখান থেকে আওয়াজ ভেসে আসছিলো,হে ওমিমা তুমি তারাতারি আমাদের কাছে চলে এসো,তোমাকে দেখে আমরা আমাদের অন্তর কে প্রশান্ত করবো, যখন সকাল হয় তখন কেল্লার দরজা খুলে দেওয়া হয়, অথপর আমি দেখতে পাই সেখান থেকে একটি লাশ জানাযা পড়িয়ে কবর দেওয়ার জন্য এখানে নিয়ে আনা হচ্ছে, আমি সেখানে উপস্থিত হই এক ব্যাক্তি কে জিজ্ঞেসা করি যে,তারা যে লাশটি বহন করে নিয়ে আসছে সে কে??
তখন সেই ব্যাক্তি জবাবে বললো যে,এ হচ্ছে আমার মেয়ে গতকাল রাতে সে ইন্তেকাল করেছে, অথপর আমি সেই ব্যাক্তি কে জিজ্ঞেস করি যে তার নাম কি ছিলো?জবাবে সে ব্যাক্তি আমাকে বলে যে তার নাম ছিলো ওমিমা!
রাতের বেলায় যে কবর থেকে আমি আওয়াজ শুনতে পেয়েছিলাম, আমি সেই কবরের দিকে তাকিয়ে ইশারা করে জিজ্ঞেস করলাম এই কবরটি কার??
তখন সেই ব্যাক্তি জবাবে বললো,এটি হচ্ছে আমার ভাতিজার কবর,মুলত আমার মেয়ের সঙ্গে আমার ভাতিজার বিয়ে হয়েছিলো,গতবছর একদুরারাগ্য ব্যাধিতে সে মৃত্যুবরণ করেছিলেন,আর গতকাল রাতে আমার মেয়ে ইন্তেকাল করেছে,তাই আমরা তার জানাযা পড়িয়ে তার স্বামীর পাশে তাকে দাফন করার জন্য এখানে নিয়ে এসেছি।
এরপর আমি আমার সঙ্গে ঘটে যাওয়া গতরাতের ঘঠনা তাদের সামনে বর্ণনা করি,আমি তাদের বলি যে কাল রাতের বেলা এই কবর থেকে আমি আপনার মেয়ের নাম ধরে দুইবার সম্মোধন করার আওয়াজ শুনেছি,আমার সমস্ত কথা শুনে তারা সবাই অবাক হয়ে যায়,অথপর তারা অতিশীঘ্রই ঐ ব্যাক্তির কবরের পাশে,ওমিমা নামের সেই মেয়ের লাশ দাফন করে দেয়।।
আল্লামা ইবনে যাওজী (রহ) যখন এই ঘঠনা বর্ণণা করেন,তখন তিনি বলেন যে,নিশ্চয়ই যারা মৃত্যুবরণ করেন তারা এই দুনিয়ার হাল হাকিকত সম্পর্কে অবগত থাকে,যেমনটা তারা জীবিত অবস্থায় অবগত ছিলো,।।
ভিডিও টি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন,, এবং কমেন্ট করে জানাতে পারেন
0 Comments