আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ! প্রিয় বন্ধুরা, আশাকরি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন।
দর্শক আপনারা কি জানেন? নখে সাদা দাগ থাকলে আপনার ভাগ্যে কি ঘটবে? কুরআন হাদিসে এ সম্পর্কে কি বলা হয়েছে? সকল মুসলিমদের জানা জরুরী।
বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন।
আপনার হাতের দিকে তাকালে একটা বিষয় নিশ্চয়ই লক্ষ্য করেছেন, তা হলো নখে মাঝে মধ্যেই সাদা সাদা দাগ দেখা দেয়। কিন্তু কী কারণে নখে এমন সাদা দাগ দেখা দেয় সে সম্পর্কে আমরা অবগত নই।
বিশেষজ্ঞদের মতে, হাতের নখ দেখেই একজন মানুষের শরীর, স্বাস্থ্য, মন ও ব্যাক্তিত্ত্ব সম্পর্কে জানা যায়। চিকিৎসকরাও রুগিদের রক্ত সঞ্চালন বুঝতে নখের দিকে খেয়াল করেন। প্রতিটি মানুষের নখের আকৃতি, রং ও চন্দ্রিমার ধরন আলাদা। মেডিকেল এস্ট্রলজির সুত্র মতে শরীরে রক্ত সঞ্চালনে অসুবিধা থাকলে নখে সাদা স্পট দাগ দেখা যায়। এছাড়াও শরীরে জিংক ও ক্যালশিয়ামের অভাবেও নখের মধ্যে সাদা স্পট দাগ দেখা যেতে পারে। এ নিয়ে আমাদের সমাজে বেশ কিছু প্রচলিত কুসংস্কার রয়েছে।
আর এর মধ্যে ১ নম্বরে রয়েছে ভাগ্যের পূর্বাভাস হিসেবে হাতের বৃদ্ধা আঙুলের নখে এই চিহ্ন থাকলে ভালোবাসার মানুষকে কাছে পাওয়া যায়।
তর্যনী আঙুলের নখে সাদা দাগ থাকলে ব্যবসায় লাভ হওয়ার সম্ভাবনা তৈরী হয়। কোনো উৎস থেকে অর্থ প্রাপ্তির সম্ভাবনা তৈরী হয়।
মধ্যমা আঙুলের নখে সাদা দাগ থাকলে গুরুজনের সান্নিধ্য লাভ ও দ্রুত ভ্রমণ হতে পারে।
অনামিকা আঙুলের নখে সাদা দাগ থাকলে জীবনে সাফলতা লাভের পূর্বাভাস দেয়।
কনিষ্ঠ আঙুলের নখে সাদা দাগ থাকলে বিশেষ কোনো লক্ষ অর্জন হতে চলেছে তা বোঝা যায়।
উপরে বর্ণিত প্রত্যেকটি বিশ্বাসকেই বলা যেতে পারে শিরকে সাগিরার অন্তর্ভুক্ত। কেননা এরকম কোনো কথাই কোরআন এবং সুন্নাহ দ্বারা সিদ্ধ নয়। এটি একেবারেই এসেছে এই উপমহাদেশে হিন্দু ধর্ম গ্রন্থ কর্তৃক রচিত রাশিফলের বিভিন্ন বই থেকে। এবং তারাই এই সব বিভিন্ন উৎভট কথা সমাজে প্রচলিত করেছে। আপনার হাতের নখে যদি কখনো সাদা ফুল দেখেন এ নিয়ে আপনার বাড়তি কিছু ভাবতে হবে না। মহান আল্লাহর হুকুমেই এটি হয়েছে। মেডিকেল সাইন্স বলছে শরীরে রক্ত সঞ্চালনে অসুবিধা হলে নখে সাদা দাগ দেখা যায়। এছাড়াও আপনার শরীরে জিংক ও ক্যালশিয়ামের অভাব দেখা দিলে এমনটি হয়। সুতরাং আপনার এর বাইরে বাড়তি কিছু ভাবাই ঠিক না। আপনার ব্যবসার ক্ষতি বা ভাগ্যের উন্নতি এবং মানহানি এর কোনোটার সাথেই আপনার হাতের নখের এই সাদা দাগটি দায়ী নয়।
কোরআন এবং হাদিস ঘেটে নখ সম্পর্কে শুধু যে হাদিসটা পাওয়া যায় সেটি হচ্ছে। রাসুল (সাঃ) বলেছেন - শনি ও বুধবার নখ ও চুল কাটা যাবে না। নিশ্চয়ই তা শেত ও কুষ্ঠ হওয়ার কারণ। আর নখ কাটা বা চুল কাটা বা ছোট করা সুন্নত। তবে নখ কাটা কয়েকটি দিনে নিষেধ করা হয়েছে আর সে দিন গুলো হলো শনিবার ও বুধবার। যেটা হাদিস দ্বারা প্রমাণিত। আর আপনি যখন নখ কাটবেন তার সুন্নতি নিয়ম হলো ডান হাতের শাহাদাত আঙুল থেকে কনিষ্ঠ আঙুল পর্যন্ত। তারপর বাম হাতের কনিষ্ট আঙুল থেকে শুরু করে বৃদ্ধা আঙুল পর্যন্ত। সব শেষে ডান হাতের বৃদ্ধা আঙুলের নখ কাটতে হবে। আর পায়ের নখ কাটার নিয়ম হলো ডান পায়ের কনিষ্ঠ আঙুল থেকে শুরু করে বাম পায়ের কনিষ্ঠ আঙুল পর্যন্ত। আর মেয়েদের চুল কাটার নিয়ম হলো যদি কারো চুলের আগা নষ্ট হয় বা ফেটে যায়। তাহলে তা কাটা যাবে। তবে কোনো ভাবেই মেয়েদের চুল কেটে কাধের উপরে উঠানো যাবে না। এটা রাসুল (সাঃ)এর নির্দেশনার পরিপন্থি। সুতরাং জানা হয়ে গেলো আমাদের নখ ও চুল সম্পর্কিত রাসুল (সাঃ) এর হাদিস।
এছাড়া নখের সাদা দাগ নিয়ে রাসুল (সাঃ) এর সুস্পষ্ট কোনো হাদিস নেই। আর এই বিষয়ে কোনো কথাও রাসুল (সাঃ)কখনোই বলেননি। সুতরাং আমরা এই নিয়ে বাড়তি ধরনের কোনো গুজবে কান না দিয়ে বরং ইসলামের সহি সুন্নাকে আকরে ধরাই আমাদের উচিত হবে। আল্লাহ তায়ালা আমাদের যাবতীয় কুসংস্কার থেকে দূরে রাখুক।
আমিন।
তো সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভাল লাগলে লাইক দিন। আর নিয়মিত আমাদের ভিডিও পেতে এখনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করুন। দেখা হবে অন্য কোন ভিডিওতে। ভাল থাকবেন। ধন্যবাদ সবাইকে।
0 Comments