Header Ads Widget

Responsive Advertisement

।অন্ধের মত ভালবাসবে এই দোয়াটি পাঠ করে ছবিতে ১১ টি ফু দিন || ভালোবাসার দোয়া

 আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। 




আল-মুনতাহা 24 এর সকল দর্শকবৃন্দ

সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন

প্রিয় দর্শক

মহান আল্লাহ ইরশাদ করেছেন,,


 وما خلقت الجن والانس الا ليعبدون 


  আমি মানুষকে এবং জিনকে সৃষ্টি করেছি আমার এবাদত এর জন্য। 

  আমার হুকুম পালন করার জন্য। 

  এই পৃথিবীতে আমরা আসার পরে,, জেনে না জেনে, বুঝে না বুঝে, বিভিন্নভাবে আল্লাহ তাআলার সীমা লঙ্গন করেছি।

   হুকুমকে অমান্য করেছি।  যার দরুন আমরা বিভিন্ন সময় বিপদ গ্রস্থ হয়ে পড়ি। 

আল্লাহ তা'আলা বলেন তোমরা  যখনি বিপদগ্রস্থ হয়ে পড়বা,,,  সঠিক পথ থেকে দূরে সরে যাও,, আমার কোরআনের  কাছে চলে আসো। 

আল্লাহ তাআলা  আমাদের জন্য এজন্যই কুরানকে নাযিল করেছেন। 

এবং এই কোরআনের ভিতরে সকল সমস্যার সমাধান দিয়ে দিয়েছেন।

 সম্মানিত দর্শক শ্রোতা,,,

 

 আমাদের জীবনে চলার পথে আমরা অনেক সময়  জেনে না জেনে,, বুঝে না বুঝে অনেককে ভালোবেসে ফেলি।

  কেউ কাউকে বিবাহের উদ্দেশ্য ভালোবাসে।

   কেউ কাউকে ভাই বোনের মত ভালবাসে। 

   পিতা তার ছেলেকে ভালবাসে। 

   মা তার ছেলেকে ভালোবাসে। 

   সন্তান তার বাবাকে ভালোবাসে। 

   সকল রকম ভালোবাসাটাই হচ্ছে বৈধ। 

   

তবে,, এই বৈধ ভালোবাসার ক্ষেত্রে অনেক সময় আমরা যখন একজন আরেকজনকে জীবনসঙ্গী হিসেবে পেতে চাই,, ভালোবাসতে চাই,, বিবাহ-বহির্ভূত সম্পর্ক টা আমাদের জন্য ইসলামী শরীয়া মোতাবেক  হালাল কোন সম্পর্ক নয়।

 যার কারণে সম্পর্কে জড়ানোর পরে অনেক সময়  আমাদের ভালোবাসার মানুষ 

আমাদের থেকে দূরে সরে যায়।

 ভালবাসার মানুষ আমাদেরকে ভুলে যায়।

  বিবাহর কথা বলে আমাদের থেকে সরে যায়।

   অনেক সময় আমরা কাউকে ভালোবাসি,, তাকে বিবাহ করতে চাই,, যদি কেউ কাউকে বিবাহর উদ্দেশ্যে ভালোবাসে,, সেটা ইসলামী শরীয়া মোতাবেক জায়েজ আছে।

    ভালোবাসতে পারবে,, তব,,  কোন খারাপ সম্পর্ক জড়ানো যাবে না।

     কেউ যদি কোন ভুল করে ফেলে,, কোন রিলেশনে জড়িয়ে পড়ে,, সে ভালোবাসার মানুষ তাকে ছেড়ে দূরে চলে যাচ্ছে,, তার ভালোবাসায় সারা দিচ্ছেনা। তাকে বিবাহ করতে এখন রাজি হচ্ছে না।

      যে কোন ভাবে হোক,, কারো যদি রিলেশন ভেঙ্গে যায়,, যদি আপনারা বিবাহ করার উদ্দেশ্যে জোড়া লাগাতে চান,, এবং সৎ উদ্যেশ্য আপনাদের মনে।  আপনারা যদি এই আমলটি করেন,, 

      ইনশাল্লাহ আমলের বরকতে,, আল্লাহর মেহেরবানীতে,, আপনার ভালোবাসার মানুষ আপনাকে আবার আগের মত ভালবাসবে। 

      বিবাহ করতে রাজি হবে ইনশাআল্লাহ। 

      

শরীয়া মোতাবেক আপনারা এই আমলটি করতে পারবেন। সৎ উদ্দেশ্যে করবেন। 

পিতামাতার জন্য করতে পারবেন। সন্তানের জন্য করতে পারবেন। স্বামী তার স্ত্রীর জন্য করতে পারবেন। কেউ কাউকে ভালবেসে তাকে বিবাহ করার উদ্দেশ্যে,, জীবনসঙ্গী হিসেবে পাওয়ার উদ্দেশ্যে এআমলটি করতে পারবেন।


 আয়াতটিকে অবশ্যই বারবার তেলাওয়াত করে মুখস্থ করে নিবেন।

  প্রথমে ওযু করে বসে,,, প্রথমে 11 বার দরুদ শরীফ   পাঠ করবেন। 

  তারপর চোখ বন্ধ করে এই আয়াতটি সর্বনিম্ন 11 বার পাঠ করবেন।

   বেশি যতবার পড়তে পারেন,, কোনো বাধা নেই আমল করা অবস্থায় যার যার ভালোবাসা পেতে চান তার চেহারা কল্পনা করতে থাকবেন। 

   আর আয়াতটি পড়তে থাকবেন। 

   বারবার বারবার পড়তে থাকবেন সর্বনিম্ন  এগার বার বেশি যতবার পড়তে পারেন। 

   তো এরকম পড়া শেষ হয়ে গেলে,, আপনার চোখ খুলে দুজনার ছবি একত্রিত করে ছবিতে তিনটা ফু দিয়ে দিবেন।

    তারপর আবার চোখ বন্ধ করে আয়াতটি পড়বেন,, কতক্ষণ পড়বেন??? মিনিমাম 2 থেকে 3 মিনিট বা 5 মিনিট পরবেন।

     গোনার প্রয়োজন হবে না।

      পড়া শেষ হয়ে গেলে,, এবার 11 বার দরুদ শরীফ পাঠ করে মোনাজাত করবেন। 

      আল্লাহর কাছে মোনাজাতে কাঙ্খিত ব্যক্তির চেহারা কল্পনা করবেন,,, তার নাম উল্লেখ করবেন,, যদি জানা থাকে তার বাবা মা বাবার নাম উল্লেখ করবেন।  যদি জানা থাকে তাহলে তার নাম উল্লেখ করবেন। এবং মুখে বলবেন,,, আল্লাহ আমার ভালোবাসায় তাকে অস্থির করে দাও। 

       বিবাহে রাজি করে দাও। 

       তার মনে মনে আমার ভালোবাসা মায়া মহব্বত সৃষ্টি করে দাও। 

      এভাবে আল্লাহর  কাছে মন খুলে আপনি তার চেহারা কল্পনা করে দোয়া করতে থাকবেন। 

      এইভাবে আমলটি প্রতিদিন একবার করে করবেন। 

   পরিপূর্ণ রেজাল্ট পাওয়ার জন্য তিন দিন সাত দিন 11 দিন ও 21 দিন পর্যন্ত করতে হবে। 

  কারও তিন দিনের রেজাল্ট চলে আসবে। 

  কারো সাত দিনে।

   আবার দিন কানা 21 দিনে।

   পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আমলটি করলে,,  অবশ্যই আপনারা রেজাল্ট ইনশাল্লাহ। 

   ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। 

   আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি কোরআনের আমল করার তৌফিক দান করুক।

   

 আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ


Post a Comment

0 Comments