আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ
আমরা স্বপ্ন কমবেশি সবাই দেখে থাকি।
আজ আমি আপনাদেরকে স্বপ্নের রহস্য ও তার ব্যাখ্যা সম্পর্কে বলব।
স্বপ্নে কোন জিনিসটি দেখলে কি হয়?? এবং কি ফলাফল পাওয়া যায়?? যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনের সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন।
একজন মানুষ ঘুমের মধ্যে বিভিন্ন ধরনের স্বপ্ন দেখেন।
অনেক স্বপ্ন দেখে মানুষ ঘুমের মধ্যেই হেসে ওঠেন। আবার ভয়ংকর কোন স্বপ্ন দেখলে হঠাৎ করেই ঘুম ভেঙ্গে যায়।
অনেকেই আবার বলেন পরবর্তীকালে স্বপ্ন বাস্তবে পরিণত হতে দেখেছেন।
অনেকে শুভ-অশুভ হিসাবে স্বপ্নকে ভাগ্য করেন। স্বপ্নের মধ্যে নানা বিষয়বস্তুর আনাগোনা চলে।
সবাই স্বপ্ন দেখেন,, কিন্তু এর মানে খুঁজে পান না। কেন তিনি এমন স্বপ্ন দেখলেন/?? তা ভেবে বের করতে পারেন না।
কিন্তু আপনি কি জানেন??? প্রতিটি স্বপ্নের আলাদা আলাদা মানে রয়েছে?? তাই আজ এমনই কিছু স্বপ্নের ফলাফল আপনাদের সামনে তুলে ধরব।
কালো বিড়াল,,,, যারা কালো জাদু বা ডাইনি বিদ্যা চর্চা করেন, তাদের কাছে কালো বিড়াল অনেক গুরুত্বপূর্ণ।
তান্ত্রিকদের মতে স্বপ্নে কালো বিড়াল অর্থ হলো আপনার জীবনে কোনো গুরুতর অমঙ্গল ঘটতে চলেছে।
এমনকি সেই অমঙ্গলের কারণে আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে।
কারো সাথে ঘনিষ্ঠ অবস্থায় দেখা স্বপ্ন।
কারো সঙ্গে ঘনিষ্ঠ
হতে দেখলে বুঝবেন যে আপনি নিঃসঙ্গতায় ভূগছেন।
উপর থেকে পড়ে যাওয়া,,, অনেকেই স্বপ্নের মধ্যে দেখেন যে উপর থেকে পড়ে যাচ্ছেন,, আসলে জীবনে প্রেম-ভালোবাসা,, চাকরি, ক্যারিয়ার, পরিবার, বন্ধু-বান্ধব নিয়ে যারা নিরাপত্তাহীনতায় ভুগছেন,, তারা এ ধরনের স্বপ্ন দেখেন।
স্বপ্নে উপর থেকে নিচে পড়ে যেতে দেখার আরেকটি অর্থ হলো,, কাজে অবনতি ঘটার।
মাছ দেখা,,
স্বপ্নে মাছ দেখতে পাওয়া সৌভাগ্যের লক্ষণ।
আর স্বপ্নে যদি দেখেন মাছ ধরছেন তাহলে আপনার অর্থতত্ত্বের যোগ রয়েছে।
তবে মাছ হাত থেকে পিছলে গেলে বুঝতে হবে টাকা আসলেও তা আপনার কাছে থাকবে না।
মৃত্যু,,,,স্বপ্নে মৃত্যু দেখার অর্থ দীর্ঘজীবী হওয়া। অসুস্থ ব্যক্তির মৃত্যুর স্বপ্ন দেখার অর্থ হলো,, শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন তিনি।
সাপ দেখা,,,
স্বপ্নে সাপ দর্শন,, পৃথিবীর বহু সংস্কৃতিতেই অশুভ লক্ষণ বলে মনে করা হয়।
স্বপ্নে সাপ দেখার অর্থ হলো আপনার আশেপাশে অনেক শত্রু রয়েছে।
যারা আপনার ক্ষতি করতে পারে।
বিয়ে দেখা,,,
স্বপ্নে অন্যকে বিয়ে করতে দেখলে আপনার পরিচিত কারো বিয়ের খবর আসতে পারে।
আর স্বপ্নে নিজের বিয়ে হতে দেখলে রেডি থাকুন কারণ খুব শীঘ্রই আপনার বিয়ের ফুল ফুটতে চলেছে।
তাহলে আর দেরি কেন এই সুখবর উপলক্ষে সবাইকে মিষ্টি খাওয়ান।
কুকুর দেখা,,,
স্বপ্নে কুকুর দেখলে বুঝতে হবে অনেক কিছু থেকে আপনি বঞ্চিত হতে চলেছেন।
সেলিব্রেটিস দেখা,,,,
যদি স্বপ্নে কোন সেলিব্রেটির সঙ্গে দেখতে পান, তাহলে আপনি খুবই উচ্চাকাঙ্ক্ষী।
আপনি নিজের আরো বেশি পরিচিতি ও প্রচার চান।
ডুবে যাওয়া,,,
যদি কখনো দেখেন আপনি জলে ডুবে যাচ্ছেন,, তাহলে সতর্ক থাকুন সামনে অনেক বিপদ আসছে।
পিছনে ধাওয়া করা,,,
স্বপ্নে যদি দেখেন কয়েকজন আপনাকে ধাওয়া করছে,, আর আপনি প্রানপনে ছুটছেন।
তার অর্থ দীর্ঘদিন ধরে ঝুলে থাকা কোনো সমস্যার সমাধান এবার নিজেই করবেন।
ঘুম থেকে দেরিতে ওঠা,,,,
স্বপ্নে যদি আপনি দেখেন যে,, ঘুম থেকে দেরিতে উঠছেন।
তার মানে আপনি আপনার কাজ নিয়ে অতিরিক্ত চাপে রয়েছেন বা বেশি ভাবছেন।
যা আপনার শরীরের পক্ষে ঠিক নয়। কিছুদিন ছুটি নিয়ে কোথা থেকে বেরিয়ে আসুন।
দাঁত পড়ে যাওয়া,,, অনেকে স্বপ্নের মধ্যে দেখেন যে তার দাঁত খুলে পড়ে যাচ্ছে।
তার মানে খুব তাড়াতাড়ি আপনার জীবনে এমন কোন ঘটনা ঘটবে যা আপনার আত্মবিশ্বাস কমিয়ে দিবে।
গরু দেখা,,,,
স্বপ্নে গরু দেখলে ধনসম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা থাকে। আর যদি মরা গরু দেখেন তাহলে সম্পদ হাতছাড়া হবে।
ফুল দেখা,,,,
যদি স্বপ্নে ফুল ফুটতে দেখেন,, তাহলে আপনার জীবনে নতুন সুযোগ আসতে চলেছে।
আর যদি সুকিয়ে যাওয়া ফুল দেখেন,, তাহলে জীবনের কোন অধ্যায় শেষ হতে চলেছে।
ফুলফল ভর্তি গাছ,,,,
স্বপ্নে ফুলফল ভর্তি গাছ দেখলে,, অর্থ প্রাপ্তি হয়।
পরীক্ষার লিখতে পারছেন না,,,,
যদি আপনি স্বপ্ন দেখেন যে,, পরীক্ষায় লিখতে পারছেন না। তাহলে বুঝতে হবে কাজের চাপ আপনাকে কোথাও না কোথাও মানসিকভাবে বিপর্যস্ত।
কাঠ ঠোকরা,,,,
যদি আপনার স্বপ্নে কাঠঠোকড়া আবির্ভূত হয় তাহলে বুঝতে হবে যে কারো মৃত্যু ঘটতে চলেছে।
যদি অন্য কোনো কালো রঙের পাখি দেখতে পান তাহলে আপনার নিকট আত্বীয়ের মৃত্যু ঘটতে পারে।
অপমানিত হওয়া,,,, স্বপ্নে নিজেকে অপমানিত হতে দেখেছেন,, তাহলে সাবধান!!! যাদের সঙ্গে প্রায়ই আপনি মেলামেশা করেন, চোখ কান খুলে তাদের সঙ্গে সম্পর্ক রাখুন।স্বপ্নই আপনাকে ইঙ্গিত দিয়ে গেলো,,হয়তো আপনি তাদের কাছেই অপমানিত হবেন।
দুর্ঘটনা,,৷
দুর্ঘটনা স্বপ্ন দেখলে যে দুর্ঘটনাতেই পড়তে হবে এমনটা নয়। তবে নানা কারণে চোট বা আঘাত পেতে পারেন।
তবে চিন্তার কিছু নেই দ্রুত সেই সমস্যা মিটে যাবে। আইনজীবী,,,,
নিজেকে যদি কখনো আইনজীবী হিসেবে স্বপ্ন দেখেন,,,, তাহলে আপনার জন্য রয়েছে সুখবর। সঠিক ভবিশ্বতের দিকে এগিয়ে চলেছেন আপনি। সাফল্যের সঙ্গে খ্যাতীয ও নিশ্চিত অপেক্ষা করে রয়েছে।
রাগ,,,,,
স্বপ্নে যদি কারো উপর রেগে যান,, তাহলে মনে রাখুন বাস্তবে তিনিই আপনার সবচেয়ে প্রিয় বন্ধু।
গাধা,,,
ঘুম থেকে উঠে যদি মনে পড়ে রাতে আপনি স্বপ্নে গাধা দেখেছেন,,, তাহলে জেনে রাখুন,,, গাধা এক্ষেত্রে একটি ইতিবাচক প্রতীক,, শত পরিশ্রম এর মধ্য দিয়ে অনেক প্রতিকূলতা টপকে এবার সফল হতে চলেছেন আপনি।
শিশু,,,
স্বপ্নে কোন বাচ্চা সেবা করলে আপনার জীবনে তা দুর্ভাগ্য ডেকে আনতে পারে।
আবার স্বপ্নে কোন অসুস্থ শিশুকে দেখা শুভ নয়। এতে পরিবারের কোন সদস্যের মৃত্যু হতে পারে।
পাখি,,,
স্বপ্নে পাখি উড়তে থাকা দুর্ভাগ্যের প্রতিক,,
উট বড় সর বোঝা চাপতে পারে আপনার কাঁধে। মানসিক চাপ অনুভব করতে পারেন।
কিন্তু নিজের প্রতিভায় পুরোটাই সামনে নিতে পারবেন।
মেঘ,,,
স্বপ্নে মেঘ দেখার অর্থ হলো একরাশ হতাশা আর দুঃখের মধ্য দিয়ে আপনার সময় কাটবে।
জান্নাত,,,,,
স্বপ্নে জান্নাত দেখার অর্থ হলো আপনার বাকি জীবন আনন্দদায়ক হবে।
এবং শান্তির মৃত্যুর ইঙ্গিত বহন করে আনে এই স্বপ্ন।
খুন,,,
স্বপ্নে কাউকে খুন করতে দেখেছেন,, তার মানে আপনি ভুল বা খারাপ পথে হাঁটছেন।
স্বপ্নে নিজেকে গর্ভবতী দেখা,, এর মানে হল আপনার জীবনে নতুন ধরনের কোনো জীবনীশক্তি বা ধারণার সৃষ্টি হয়েছে।
যার ফলে আপনার জীবনের নতুন কোন মোর আসতে পারে। যা আপনাকে সম্পূর্ণ নতুন দিকে পরিচালিত করবে।
ভূত,,,
স্বপ্নে ভূত দেখার অর্থ হলো আপনার জীবনে অনেক প্রতিকূলতা দেখা দিতে পারে। আপনার শত্রুরাও আরো অনেক শক্তিশালী হয়ে উঠবে।
সৌন্দর্য,,,
স্বপ্নে কি আপনাকে দারুন সুন্দর দেখাচ্ছে???
যদিও ঘুমের মধ্যে,, এ স্বপ্ন আপনারই ক্ষতি করবে। সাময়িকভাবে সুন্দর হয়ে ওঠার আনন্দ হবে ঠিকই!! কিন্তু এটি দুর্বল ও অসুস্থ হয়ে পড়ার ইঙ্গিত।
আর স্বপ্নে নিজেকে অতিরিক্ত সুন্দর দেখার অর্থ মৃত্যু।
যুদ্ধ,,,
যদি স্বপ্নে আপনি যুদ্ধ দেখেন,, তাহলে বাস্তব জীবনে খুব তাড়াতাড়ি বন্ধু বা প্রতিবেশীর সঙ্গে ঝগড়া বা মারামারি করতে পারেন। তারই ইঙ্গিত দিচ্ছে স্বপ্ন।
স্বপ্নে খেতে দেখলে,,
স্বপ্নের মধ্যে খেতে দেখলে বাস্তবে খাদ্যাভাবে ভুগতে পারেন।
ভূমিকম্প,,
স্বপ্নে ভূমিকম্প দেখলে কর্ম ক্ষেত্রে এবং ব্যবসায়িক ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা তৈরি হয়।
গ্রহণ,,,,
গ্রহণ লাগ্তে দেখলে আপনার আশাতেও গ্রহণ লাগতে পারে। মৃত্যুর হাতছানির ইঙ্গিতে এই স্বপ্ন। বন্ধু হয়ে উঠতে পারে বিশ্বাসঘাতক।
হাতি,,, স্বপ্নে হাতি দেখা,, সুস্বাস্থ্য ও সাফল্য শক্তিও প্রতিভার ইঙ্গিত প্রদান করে।
আগুন,, স্বপ্নে আগুন দেখা সুস্বাস্থ্য এবং আনন্দের প্রতীক।
বন্যা,,,
স্বপ্নে বন্যা দেখলে ব্যবসায় সাফল্য আসে। যদিও সাধারণ মানুষ এমন স্বপ্নকে দুর্ভাগ্যের প্রতীক বলে মনে করেন।
মা,,,,
স্বপ্নে মাকে সুস্থ ভাবে দেখার অর্থ, আপনি সম্পদশালী।
আর স্বপ্নে মা হারিয়ে যাওয়ার মানে মা অসুস্থ হতে পারেন।
বৃষ্টি,,,
স্বপ্নে বৃষ্টি হতে দেখা মানে নতুন কিছু পাবার পূর্বভাস
একটি অব্যবহৃত ঘরে নিজেকে দেখা,,,,
কোন বাড়ির একটি অব্যাহারিত ঘরের স্বপ্নের মধ্যে দেখা,, আপনার চরিত্রের আলাদা দৃষ্টিভঙ্গিকে নির্দেশ করে। একটি অব্যবহৃত ঘর দেখা মানে আপনার মধ্যে এমন এক বৈশিষ্ট্য বা গুন আছে যেটি সম্বন্ধে আপনি আগে কখনোই জানতেননা।
অনিয়ন্ত্রিত গাড়ি,,,,
এর মানে একটি নির্দিষ্ট উদ্দেশ্য রয়েছে আপনার জীবনের,, তবে সফলতা অর্জনের জন্য আপনার
নিজের প্রতি নিয়ন্ত্রণ নেই।
উড়ছেন,,,,
স্বপ্নে উড়তে দেখা মানে বর্তমান অবস্থা থেকে নিজেকে মুক্তি দেওয়া। কোন অবস্থায় হয়তো আপনি আটকে গেছেন। যেখান থেকে নিজেকে মুক্তি দিতে পারছেন না।
টয়লেট খুঁজে পাচ্ছেন না,,,,
টয়লেট জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ,, এর মানে হলো জীবনের প্রয়োজনীয় জিনিসের জন্য আপনি চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন।
স্বপ্নে মৃত মানুষ দেখা,,,
স্বপ্নে মৃত জনকে দেখা মানে আবেগের জগতে আপনার টানাপোড়েন চলছে
আপনার ভালোবাসার মানুষ আপনাকে ছেড়ে চলে যাচ্ছে। এর অর্থ ভালোবাসার জগতে আপনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। নিজেকে নিজের সঙ্গীর উপযুক্ত বলে মনে হচ্ছে না আপনার।
কোন ফাঁদে আটকে পরার স্বপ্ন,,,,
এ ধরনের স্বপ্নের অর্থ,, এমন কোনো পরিস্থিতিতে আপনি আটকে পড়েছেন, যেখান থেকে মুক্তির কোনো উপায় আপনি দেখতে পাচ্ছেন না।
মাকড়শা,,,
মাকড়শা দেখতে পাওয়ার অর্থ নেতিবাচক চিন্তার বিরুদ্ধে আপনাকে রক্ষা করার মতো কোনো শক্তি আপনার জীবনে রয়েছে।
স্বপ্নে নিজেকে নগ্ন দেখা,,,
যখন সমাজে নিজের অবস্থান বালুকে আপনাকে কি নিয়ে ভাবছে এ বিষয়ে আপনি অতি সচেতন হন তখন এ ধরনের স্বপ্ন দেখার প্রবণতা বাড়ে।
তো ভিউয়ার্স,,,, এই ছিল আমাদের আজকের ভিডিও।
ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে
লাইক করুন। আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ
0 Comments