Header Ads Widget

Responsive Advertisement

কাঁদতে বাধ্য হবেন || পিতা ও পুত্রের হৃদয়বিদারক ঘটনা || Emotional

 আসসালামুআলাইকুম বন্ধুরা,,,

 আশা করি আপনারা সকলেই ভাল আছেন।

 


 একদিন এক যুবক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সালাম এর কাছে একটি অভিযোগ নিয়ে আসে। 

 সেই যুবকটি বলে আমার বাবা আমার টাকা নিয়ে নেয়। 

 সে আমাকে সব সময় থাকার কথাই জিজ্ঞেস করে।

  হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সালাম বলেন,,, ঠিক আছে,, তোমার বাবাকে ডেকে আন। 

  যুবকটি তার বাবাকে ডেকে আনতে যায়।

  

   ঠিক সে সময় জিবরাইল আলাইহিসসালাম মহানবী সাল্লাল্লাহু আলাই সালাম এর কাছে আসেন।

  

 এবং মহানবী সাল্লাল্লাহু আলাই সাল্লাম কে বলেন,,, যখন যুবকটির বাবা আপনার কাছে আসবে,, তখন আপনি জিজ্ঞেস করবেন,, এখানে আসার পথে সে গোপনে বিড়বিড় করে কি বলছিল???

  বৃদ্ধ বাবা কিছু একটা বলছিলেন যা ছেলে শুনতে পায়নি। 

  কিন্তু তাকে গোপনে কিছু বলেছিলেন। 

  বাবা যখন রাসূল সাল্লাল্লাহু আলাই সালাম এর কাছে আসলেন,, তখন তিনি তাকে জিজ্ঞেস করলেন,, তোমার ছেলের অভিযোগ কি সত্যি??? যুবকটির বাবা উত্তর করলেন,,হে আল্লাহর রাসুল,, যদি আপনি জানতেন আমি এই টাকা দিয়ে কী করি??? এই টাকা দিয়ে আমি তার বৃদ্ধা চাচির দেখাশোনা করি।

   তার কেউই নেই। 

   আমি এই টাকা নষ্ট করি না। 

   যেখানে ব্যয় করার প্রয়োজন সেখানেই ব্যয় করি।

    এরপর রসুল সল্লাল্লাহু আলা ওয়াসাল্লাম বললেন,, আচ্ছা ঠিক আছে। 

    

তুমি আমাকে বল,,, 

এখানে আসার পথে তুমি গোপনে কি বলছিলে??? যুবকটির বাবা রাসূল সাল্লাল্লাহু আলাই সালাম এর দিকে তাকালেন। এবং উত্তর দিলেন।

 আমি কিছু কবিতার ছত্র রচনা করছিলাম।

  তখন রাসূল সাল্লাল্লাহু আলাই সাল্লাম তাকে সে গুলো শুনানোর জন্য অনুরোধ করলেন। 

  লোকটি বললেন হে পুত্র আমি বাল্যকাল থেকে তোমাকে লালন পালন করেছি।

   তুমি যুবককে পরিণত হওয়া পর্যন্ত আমি তোমার দেখভাল করেছি। 

   আমি আমার শক্তি ও সময় ব্যয়  করেছি। 

   যার জন্য সংগ্রাম করেছি। 

   জীবন উৎসর্গ করেছি,, তা ব্যবহার করে তুমি বেঁচে থেকেছ। 

   আমি এসব করেছি যাতে তুমি ভালোভাবে বেঁচে থাকো। 

যে  সকল রাতে তুমি অসুস্থ থেকেছো,, তুমি সামান্য কেঁপে উঠলে আমি প্রথম জেগে উঠে তোমাকে বহন করেছি। 

তোমার দিকে আমার সমগ্র হৃদয় দিয়ে নজর রেখেছি।

 যাতে কোনো ধূলিকণা বাতাসের প্রবাহ পর্যন্ত তোমাকে কষ্ট দিতে না পারে।

  তুমি অসুস্থ থাকা অবস্থায় আমি ঘুমাতে পারতাম না।

   তুমি ঘুমানোর পরেই আমি ঘুমাতে পারতাম।

    যখন আমি তোমাকে অসুস্থ দেখতাম,, তখন নিজেকেই অসুস্থ মনে হতো। 

    তখন আমার দুচোখ বেয়ে পানি পড়তো,, যা তুমি কখনোই জানতে পারোনি। 

    যখন তুমি যুবক বয়সে পরিণত হলে,, যা দেখার জন্য আমি সারাজীবন অপেক্ষা করেছি। 

    

    এর অর্থ হচ্ছে,, লোকটি তার ছেলেকে পূর্ণবয়স্ক 

হতে দেখার জন্য অপেক্ষা করছেন। 

তিনি অপেক্ষা করছেন কবে তার ছেলে বিয়ে করবে। যোগ্যতা অর্জন করবে।

 কর্ঠম হবে।

  তিনি অপেক্ষা করেছেন, কবে তার ছেলে নিজের পায়ে দাঁড়াবে।

   তিনি বলতে থাকেন,, আমি সারা জীবন অপেক্ষা করেছি,, কবে তুমি যুবক এবং জীবনকে উপভোগ করবে। 

   এরপর তুমি আমাকে তার প্রতিদান দিলে,, তোমার প্রতিদান ছিল কঠোরতা, অবহেলা, এবং দুর্ব্যবহার। যেন তোমার কাছে আমার ঋণ রয়েছে??

    এবং আমার কাছে তোমার কোন ঋণ নেই।

    

 তুমি আমার সাথে যে ব্যবহার করেছ,, তা একজন প্রতিবেশী আর এক প্রতিবেশীর সাথে করে।

  আসলে ন্যূনতম ব্যবহার তুমি যদি অন্তত আমার সাথে করতে। তাহলে আমি খুশি হতাম। 

  রাসূল সাল্লাল্লাহু আলাই সাল্লাম লোকটির দিকে তাকালেন,, লোকটিও তার দিকে তাকাল।

   রাসূল সাল্লাল্লাহু আলাই সালাম এর দাড়ি মোবারক চোখের পানিতে ভিজে গিয়েছিল।

   রাসূল সাল্লাল্লাহু আলাই সাল্লাম যুবকটিকে টেনে ধরে ঝাকাতে লাগলেন।

    এবং বললেন তুমি এবং তোমার সব সম্পদ তোমার বাবার সম্পত্তি। 

    হাদীসটি ইবনে মাজাহ শরিফে বর্ণিত আছে। আজকাল আমরা দেখতে পাই সম্পত্তির জন্য ছেলেমেয়েরা তাদের পিতা মাতাকে জোড় কোর্টে করে নিয়ে যায়। 

    কিন্তু পিতা-মাতার প্রতি এমন ব্যবহারে আল্লাহ রুষ্ট হন। 


প্রিয় দর্শক,,, আমি সকলের কাছে  অনুরোধ করছি ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন।

 আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনি লাল সাবস্ক্রাইভ বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।

  ইনশাআল্লাহ দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ


Post a Comment

0 Comments