Header Ads Widget

Responsive Advertisement

স্বপ্নে সাপ দেখলে কি হয়? দেখুন কি আছে আপনার ভাগ্যে??? | What happens when you see a snake in a dream?

 আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ 







আমরা স্বপ্ন কমবেশি সবাই দেখে থাকি।

 অন্যদিকে আমাদের মধ্যেই আবার কেউ কেউ প্রায় সময় স্বপ্ন দেখে।

  আবার আমাদের মধ্যেই অনেকে স্বপ্নে অনেক ভয়ঙ্কর রকমের ভয় পায়।

   তবে স্বপ্ন বলে কিন্তু একটা কথা নিশ্চয়ই আছে।

    যেমন আমরা যারা স্বাভাবিক মানুষ তাদের স্বপ্ন,, আর অপরদিকে যারা আল্লাহ ভীরু কিংবা আল্লাহর প্রিয় বান্দা তাদের স্বপ্ন একদমই আলাদা। 

    প্রায় সময় আমাদের ভিতরে কেউ কেউ স্বপ্নের মাধ্যমে বিভিন্ন রকম ভালো কিংবা খারাপ স্বপ্ন দেখি।

     আবার হঠাৎ করেই স্বপ্নে ভয়ঙ্কর সাপ দেখে থাকি। আর তখনই আমাদের মনের মধ্যে একটা উদ্বেগ-উৎকণ্ঠা তৈরি হয়।

      হায়রে আমি স্বপ্নে এত বড় কালসাপ দেখলাম।

       আবার স্বপ্নে দেখলাম জলে,, পানিতে সাপ চলতেছে।

        আবার আমরা মাঝে মাঝেই এমন দেখি যে আমাদের স্বপ্নে সাপ কাটতেছে ইত্যাদি,,,

         আর তখনই আমরা অনেক কষ্ট পাই বা ভয় পেয়ে যাই।

          তবে দর্শক আমরা প্রায় সময় এই ভুলগুলো করে থাকি,,, যেমন স্বপ্নে ভয়ঙ্কর কিছু  দেখলাম,, কিংবা অনেক খুশির স্বপ্ন দেখলাম।

           আর তখনই আমরা দিনের বেলায় সে স্বপ্নের কাহিনী গুলো,আমাদের শুভাকাঙ্খি এবং আমাদের সবচেয়ে কাছের 

লোক অথবা নিজ বৌ-এর কাছে শেয়ার করে ফেলি।

 তবে নিয়ম অনুযায়ী স্বপ্ন কখনো কারো কাছে শেয়ার করা যাবে না।

  আপনি যেমনই স্বপ্ন দেখেন না কেন,, আপনি আপনার স্বপ্নের কথা কারো কাছে শেয়ার করবেন না।

   এতে আপনাদের বিপদ হওয়ার সম্ভাবনা রয়েছে।

    রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,, তোমরা তোমাদের স্বপ্নের কথা তোমাদের কাছের শুভাকাঙ্ক্ষী বড় আলেম ছাড়া কারো কাছে বলিও না। কারণ স্বপ্নের ব্যাখ্যা তেমনি হয়ে থাকে,, যেমন করে এটার ব্যাখ্যা করা হয়। 

    অর্থাৎ আপনি একটি স্বপ্ন দেখছেন স্বপ্নের ব্যাখ্যা ভালো, কিন্তু কেউ যদি একটু চিন্তার অভাবের কারণে অন্যভাবে খারাপ উল্লেখ করে বলে,, তাহলে কিন্তু আপনার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। 

    কারণ স্বপ্নের ব্যাখ্যা যে যেমন করে ঠিক তেমনই হয়। 

    এভাবে স্বপ্নের কথা বলতে গেলে অনেক লম্বা আলোচনা হয়ে যাবে।

     তবে সেদিকে না গিয়ে মূল কথায় আসি।

      ইমাম মালেক রহিমাহুল্লাহ যখন বেঁচে ছিলেন,, উনার সময় কালে এক লোক স্বপ্নে দেখেন,, ওনার ছেলের পেট উচু হয়ে গিয়েছে। 

      তারপর তিনি সে স্বপ্নের কথা এক মুর্খের কাছে গিয়ে বললেন। 

      মূর্খ সাথে সাথে উত্তর দিলেন তোমার ছেলে তো মারা যাবে,, ঠিক কয়েকদিন পর তার ছেলে মারা যায়। 

      আরেক ব্যক্তি ও ঠিক একই স্বপ্ন দেখছেন যে তার ছেলের পেট অনেক উঁচু হয়ে গিয়েছে।

       তিনি এই স্বপ্নের কথাটা মুহাম্মদ ইবনে সিরিন এর কাছে গিয়ে বললেন। 

       সপ্নের কথা শোনার পর মুহাম্মাদ ইবনে সীরীন বললেন,, তোমার ছেলে তো অনেক বড় আলেম হবেন।

        পরবর্তীতে তার ছেলে অনেক বড় আলেম হয়ে ছিল।

         এজন্য স্বপ্নের ব্যাখ্যা তেমনি হয়ে থাকে যেমন করে এটা ব্যাখ্যা করা হয়। 

         এইজন্য স্বপ্নের কথা কারো কাছে শেয়ার করা যাবে না। 

         আর যদিও শেয়ার করতে হয় তাহলে বড় আলেম কিংবা ধর্মভীরুদের কাছে শেয়ার করবেন।

          


তো প্রিয় দর্শক,,,

আমাদের মূল আলোচনা হল স্বপ্নে সাপ দেখলে কি হয়??? এর উত্তর হলো বিশেষজ্ঞদের মতে স্বপ্নে বিশালাকৃতির শাপ কিংবা যে কোন আকৃতির সাপ দেখেননা কেন??? এটা থেকে ধনসম্পত্তি প্রাপ্তি ইঙ্গিত আসে। 

মনে রাখবেন স্বপ্নে সাপ দেখার অর্থ হচ্ছে আপনার জীবন পরিবর্তন হতে চলেছে।

 অপরদিকে শাস্ত্র মতে যদি আপনি কিছুদিন পরপর স্বপ্নে সাপ দেখেন তাহলে আপনার কোন ইচ্ছা বা মনের আশা পূর্ণ হতে যাচ্ছে।

  এরকম ইঙ্গিতই আসে। 

  মোটকথা কিছুদিন পরপরই স্বপ্নে সাপ দেখলে বুঝে নিবেন আপনার মনের কোন ইচ্ছা পূরণ হতে যাচ্ছে।

  

 প্রিয় দর্শক,,,

  খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাখ্যা।

  

 আর স্বপ্নে সাপে কাটলে কিংবা সাপ কোন  ক্ষতি করলে কি হয়??? এর ব্যাখ্যা কি???

  এর উত্তর হলো যদি কেউ স্বপ্নে দেখেন আপনাকে সাপে কাটতেছে।

   কিংবা সাপ আপনাকে কোনভাবে ক্ষতি করতেছে। তাহলে আপনার বুঝে নিতে হবে আপনার জীবন থেকে কোন জটিল সমস্যা সমাধান হতে যাচ্ছে।

    যেমন আমরা অনেক সময় অনেক কিছু নিয়ে বেশ চিন্তিত থাকি।

     কিংবা অনেক ঝামেলার মধ্য দিয়ে যাচ্ছি ইত্যাদি।

      মোটকথা আপনাকে নিয়ে যত জটিল সমস্যা আছে এগুলো সমাধান হতে যাচ্ছে।

       এরকমই ইঙ্গিত করে।

       দর্শক মোট কথা হল স্বপ্নে সাপ দেখলে কখনই সেটা অমঙ্গল কিছু বয়ে আনে না। 

       বরং উল্টো আপনার জন্য কোন না কোন খুশির বার্তা নিয়ে আসে।

        

প্রিয় দর্শক,,, আমি সকলের কাছে  অনুরোধ করছি ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন।

 আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনি লাল সাবস্ক্রাইভ বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।

  ইনশাআল্লাহ দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ


Post a Comment

0 Comments