আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী,, আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন।
স্বামী-স্ত্রী সম্পর্কে আজ খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের ভিডিওতে আলোচনা কোরবো,, স্বামীর তিনটি বদ অভ্যাস বা জঘন্য কাজ নিয়ে যার জন্য স্ত্রী খুব বেশি কষ্ট পায়। এমনকি কাঁদতে বাধ্য হয়। যাদের জীবনে এমন স্বামী আছে তারা নিজেকে সুখী মনে করে না। পিতা মাতাকে ছেড়ে স্বামীর ঘরে আসে শুধুমাত্র স্বামীর ভরসায়। আর সেই স্বামী যদি দুর্ব্যবহার করে কষ্ট দেয়,, তাহলে সেই স্ত্রী কিভাবে সুখী হবে?? প্রত্যেক স্বামীকে বোঝা দরকার, তবে কিছু কিছু স্ত্রী আছে যারা সংসারে অকারণে অশান্তি লাগিয়ে দেয়। স্বামীর পিতা-মাতাকে স্বামী থেকে দূরে সরানোর চক্রান্ত করে। এ সমস্ত স্ত্রী শরীয়তের দৃষ্টিতে জঘন্যতম স্ত্রী। স্বামীর উচিত এদেরকে সুন্দর ভাবে বুঝিয়ে সঠিক পথে নিয়ে আসা।
প্রিয় দর্শক,,
স্বামীর যে তিনটি কাজ বা বদভ্যাসে স্ত্রীর মন ভেঙে যায়। খুব বেশি কষ্ট পায়। এমনকি কাঁদতে বাধ্য হয়।
তার মধ্যে এক নাম্বার,,
সবার সামনে অপমান করা। মানুষ মাত্রই ভুল হয়ে থাকে, তাই স্ত্রী যদি কোন ভুল করে থাকে, তাহলে সবার চোখের আড়ালে যুক্তি দিয়ে বুঝিয়ে ভুল শুধরে দেওয়ার চেষ্টা করতে হবে। সবার সামনে জোড় গলায় আওয়াজ করে বকাবকি করা যাবে না। এতে স্ত্রী খুব বেশি কষ্ট পেয়ে থাকে। মানুষের সামনে ছোট করা কেউ পছন্দ করে না। সে স্ত্রী হোক বা অন্য কেউ। তাই এই বদ অভ্যাস যদি কারো মধ্যে থাকে তাহলে বর্জন করতে হবে।
দুইনাম্বার,,
পরকীয়া প্রেম,, ঘরে স্ত্রী থাকার পরেও অনেক স্বামীকে পরকীয়া প্রেমের সঙ্গে যুক্ত পাওয়া যায়।
যা ইসলামের দৃষ্টিতে কঠিন জঘন্য কাজ। এবং এর শাস্তি খুবই কঠোর। কোন স্ত্রীই চায়না যে,, তার স্বামী তাকে ছেড়ে অন্য কোন মেয়ের সঙ্গে সময় অতিবাহিত করুক।
যার স্বামী এইরকম ঘৃনিত কাজের সঙ্গে যুক্ত, সেই স্ত্রীর জীবনটা খুবই কঠিন হয়ে যায়।
শরীয়তের দৃষ্টিতে ও সমাজের চোখে পরকীয়া পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জঘন্য কর্মের মধ্যে একটি।
এসমস্ত জঘন্য কাজ থেকে বেঁচে থাকতে হবে।
তিন নাম্বার,,
অবহেলা,, অবহেলা বিষাক্ত তীরের মত হৃদয়টাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়। যেই হোক না কেন অবহেলা করা ঠিক নয়। স্ত্রী বড় আগ্রহের সাথে মনোযোগ সহকারে কোন কথা বললে,, স্বামীকে তার কথা শুনে মূল্যায়ন করতে হবে। কারণ এটা স্বামীর দায়িত্ব। আর যদি স্বামী তার কথায় কর্ণপাত না করে,, অবহেলা করে চলে যায়।
তখন স্ত্রী খুব বেশি কষ্ট পায়। তার মনের কথা বলার মত একজন মানুষ তার স্বামী। আর সে যদি অবহেলা করে,, তাহলে তার অন্তরে কেমন কষ্ট লাগবে একটু চিন্তা করুন। স্বামীদের মধ্যে কিছু কিছু বদঅভ্যাস এমন থাকে যা সহ্য করার মতো নয়। তার মধ্যে তিনটি তুলে ধরলাম। এ তিনটি বদভ্যাস যাদের মধ্যে আছে তাদের স্ত্রীরা খুবই অসহায়।
এমনিভাবে স্ত্রীদের মধ্যে যদি বদঅভ্যাসগুলো থাকে তাদের স্বামীরা খুবই অসহায়।
প্রিয় ভাইএই জঘন্য বদ অভ্যাস বর্জন করতে হবে এবং সঠিক ভাবে চলাফেরা করতে হবে। তাহলে সংসার জীবনের সর্বদাই সুখের হাওয়া বইবে ইনশাল্লাহ। আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন
0 Comments