কেয়ামতের দিন আমি বলবো হে সোফিয়া (আমার বিবি) আমি তোমাকে চিনিনা। সে বলবে মাওলানা সাহেব আমি আপনাকে চিনিনা।
ইউসুফ আামার ছেলে বসে আছে...আমি বলবো কে তুমি? কোথা থেকে এসেছো?
সে বলবে আপনি কে? কোথা থেকে এসেছেন?
ভাই ভাইকে চিনবেনা।
মা আর সন্তানের কত গভীর সম্পর্ক ! সেই মা বলবে আমি তোমাকে জন্মই দেইনি।আর যখন জাহান্নাম একটা চিৎকার দিবে.... তখন সকল ফেরেস্তা, মানুষ নবী হাটু গেড়ে বসে পড়বে। আর সবাই বলবে "হে আল্লাহ আমাকে বাঁচাও।আমাকে বাঁচাও"।
আদম আঃ বলবে "হে আমার রব!আমাকে বাচাও"।আমাকে বাচাও"।
ইব্রাহিম আঃ বলবে "হে আমার রব!আমাকে বাচাও"।আমাকে বাচাও"।
নূহ আঃ বলবে "হে আমার রব!আমাকে বাচাও"।আমাকে বাচাও"।
ইসমাঈল আঃ, ইসহাক আঃ,ইয়াকুব আঃ, ইউসুফ আঃ ইউনুস আঃ, ঈসা আঃ, মুসা আঃ, ইউসা আঃ, লুত আঃ, সুয়াইব আঃ, সালেহ আঃ, হুদ আঃ, সকল নবীগন বলবে "হে আমার রব!আমাকে বাচাও"।আমাকে বাচাও"।
ঠিক তখনই একদিক থেকে একটি আওয়াজ আসবে " আমার উম্মত আমার উম্মত "।
হায় ইয়া রাসুলুল্লাহ সাঃ আমার জীবন আপনার উপর কোরবান হোক।
যেদিন মা জিজ্ঞেস করবেনা।ভাই জিজ্ঞেস করবেনা। নবী জিজ্ঞেস করবেনা। ছেলে জিজ্ঞেস করবেনা।
সেদিন আপনি বলবে"হে আল্লাহ
আমার উম্মতকে মাফ করে দিন।
আমার উম্মতকে মাফ করে দিন।"
সবাই এদিক সেদিক তাকাতে থাকবে এ আওয়াজ কোথা থেকে আসছে?? এই কথা কে বলছে?? সবার থেকে আলাদা কে সে???যে আমার উম্মত আমার উম্মত বলছে????
যখন সবাই আওয়াজের দিকে নজর করবে...
তখন সবাই দেখবে যে আপনার আমার নবী দুহাতে আচল বিছিয়ে দাড়িয়ে আছেন।তিনি বলবেন -
হে আল্লাহ আমার উম্মতকে বাচাঁও।
হে আল্লাহ আমার উম্মতকে বাচাঁও।
কোন উম্মত এমন যে সারাজীবন মদের ব্যবসা করেছে। জুয়া খেলেছে,যেনা করেছে, সুদ খেয়েছে মিথ্যা কথা বলেছে, চুরি করেছে ডাকাতি করেছে।
আজ তাদের জন্য দোয়া করছে যে,
হে আল্লাহ আমার উম্মতকে বাচাঁও।
হে আল্লাহ আমার উম্মতকে বাচাঁও।
এই নবীকে মোহাব্বত না করবেন তো কাকে মোহাব্বত করবেন!
মৃত্যুর সময় সকল সম্পর্ক ছিন্ন হয়ে যায়। আমাদের নবী ঐদিনও এই উম্মতের সম্পর্ক ছিন্ন করেননি।
ইব্রাহিম আঃ এর মত নবী বলবে -
হে আল্লাহ! তোমার আমার বন্ধুত্বের দোহায়! আমাকে বাঁচাও।
হে আল্লাহ! তোমার আমার বন্ধুত্বের দোহায়! আমাকে বাঁচাও।
ঈসা আঃ বলবে - হে আল্লাহ আমি আমার মা মরিয়মের জন্যও নাজাতের প্রার্থনা করি না। সে ব্যাপারে মা মরিয়ম জানে আর তুমি জানো। তুমি আমাকে বাঁচাও।
পাঁচজন বড় রাসূল - নূহ আঃ, ইব্রাহিম আঃ, মূসা আঃ,ঈসা আঃ,ও মুহাম্মাদ সাঃ। তাদের মধ্যে সবাই বলবে -হে আল্লাহ আমাকে বাঁচাও।
আর আমার নবী বলবেন- হে আল্লাহ আমার উম্মতকে বাঁচাও।
কোন উম্মতকে তিনি বাঁচাতে চাইছেন, যে উম্মত সারাজীবন তাকে অপমান করেছে। আমার নবীর তো এটা বলা উচিত ছিল যে , দূর হও দূর হও। চলে যাও আমার চোখের সামনে থেকে। কেননা তোমরা আমার সন্তানদের কুরবানিকে ত্যাগকে বৃথা করেছো।আমার ঘর উজাড় করেছো।
তিনি এই কথা বলবেন না যে, হে আল্লাহ - নেক্কারদের বাঁচাও, মুত্তাকিনদের বাঁচাও।,রাবেয়া বসরীকে বাঁচাও, জুনায়েদ বাগদাদীকে বাঁচাও।
বরং তিনি বলবেন যে, হে আল্লাহ -আমার সকল উম্মতকে আমার আঁচলে দিয়ে দাও। অর্থাৎ মাফ করে দাও।
হে আল্লাহ আমার সকল উম্মতকে মাফ করে দাও।
আমার ভাই বোনেরা আমাদের জীবন খুবই অল্প সময়ের। তাই রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহকে নিজেদের জীবনে আবশ্যক করে নিন।
0 Comments