Header Ads Widget

Responsive Advertisement

আল্লাহর ক্ষমার ব্যাপারে হতাশ হতে নেই ।


আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি  ওয়াবারাতুহ। 

প্রিয় দর্শক ,,




আল্লাহ পাক মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছেন, তাই মানুষ মাত্রই ভুল বা পাপ হতে পারে কিন্তু একজন প্রকৃত আল্লাহর বান্দা সে একই ভুল বার বার করে না। বর্তমান বিশ্বময় মহামারি চলছে। এরপরও আমরা প্রতিনিয়ত নানান পাপ কর্মে লিপ্ত। বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে আমাদের উচিত আল্লাহর কাছে তাওবা করা।


কেননা আমরা যতই পাপ করি না কেন মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পাপ ক্ষমার জন্য অধীর আগ্রহে অপেক্ষামান থাকেন। তিনি চান, তার বান্দারা যেন নিজের ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে তাওবা করে এবং ক্ষমা চায়। আর এমনটি করলে আল্লাহ পাক অনেক খুশি হন । একজন প্রকৃত মুমিন কখনও বার বার ভুল করে না।



আমারা যারা পাপ কাজে লিপ্ত আছি আল্লাহ আমাদের মনে সঙ্কোচ, অস্বস্তি আর দুশ্চিন্তা অনুভব করিয়ে দেন । আল্লাহ কুরআন এ একে বলেছেন, "কাছের শাস্তি"। মহান আল্লাহ তাআলা আমাদের এই কাছের শাস্তি পাওার সুযোগ করেদেন যেন আমরা বড় শাস্তি পাওার আগেই তার কাছে ফিরে আসি । কারন কি ?  


কুরআনঃ সেই বড় শাস্তির  পূর্বে  আমি এই দুনিয়াতে ছোট শাস্তির স্বাদ তাদেরকে দিতে থাকবো হয়ত তারা ফিরে আসবে (৩২ঃ২১)।


জমিন ও সাগর জুড়ে বিপর্যয় দেখা দিয়েছে যা মানুষ তার নিজ কর্মের মাধ্যমে অর্জন করেছে। যেন তারা তাদের কাজের পরিনতি কিছুটা বুঝতে পারে যার ফলে তারা হয়ত ফিরে আসবে (৩০ঃ৪১)।



যে তওবা করে তার প্রথম পরুস্কার জান্নাহ এটাই  কি যথেষ্ট না ? কিন্তু সে আখেরাতের আগে দুনিয়াতে ও সুখে শান্তিতে থাকবে।


কুরআনঃ মুমিনের মধ্যে থেকে পুরুষ বা মহিলা যে-ই ভাল কাজ করবে তাকে আমি দুনিয়ায় পবিত্র, কল্যাণময় জীবন দান করবো (১৬ঃ৯৭) । 


তোমার রবের কাছে ক্ষমা চাও, তার পর তার কাছে ফিরে যাও তাহলে তিনি নির্দিষ্ট সময় ধরে তোমাদের উত্তম জীবন দিবেন (১১ঃ০৩)।


আচ্ছা ঠিক আছে মানলাম যে আমি আল্লার কাছ থেকে এই পুরুস্কারটা চায়, আমি তওবা করে আল্লাহ এর কাছে ফিরে আসতে চায়। কিন্ত সমস্যা আছে, আমি তো অনেক অনেক গুনাহ করেছি, অনেক খারাপ কাজ করেছি।


কুরআনঃ যে-ই  খারাপ কাজ করেছে অথবা নিজের নাফসের প্রতি জুলুম করেছে, তারপর আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়েছে  সে দাখবে আল্লাহ্‌ অত্যধিক ক্ষমাশীল, অতিরিক্ত দয়াময় (০৪:১১)। 


তিনি তো তার দাসদের তওবা কবুল করেন এবং সকল পাপ কাজ মুছে দেন।


কুরআনঃ তিনি সকল পাপ কাজ মুছে দেন এবং তোমরা কি করছ তিনি তা জানেন (৪২ঃ২৫)। 


যারা তওবা করে, বিশ্বাস  করে ও ভাল কাজ করে আল্লাহ্‌ তাদের খারাপ কাজগুলকে ভাল কাজে রুপান্তর করে দেন এবং আল্লাহ্‌ অত্যধিক ক্ষমাশীল, অতিরিক্ত দয়াময় 


আমরা আল্লাহ্‌ তাআলার কাছ থেকে যতই দূরে সরে গিয়ে থাকি না কেন, তিনি চান আমরা তাঁর কাছে ফিরে আসি। আমরা যেন কখনই তাঁর ক্ষমার ব্যাপারে হতাশ না হয়ে যাই।


Post a Comment

0 Comments