আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।
আশা করি আপনারা সবাই মহান আল্লাহ পাক রব্বুল আলামীনের অশেষ কৃপায় ভালো আছেন,
প্রিয় দর্শক ,,
ঈমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নামাজ। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর পক্ষ থেকে বার বার নামাজের তাগিদ পেয়েছেন। কুরআনে পাকে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় সরাসরি ৮২ বার সালাত শব্দ উল্লেখ করে নামাজের গুরুত্ব তুলে ধরেছেন।
তাই প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নামাজকে ঈমানের পর স্থান দিয়েছেন। নামাজের গুরুত্ব ও ফায়েদা সম্পর্কে সাহাবায়ে কেরামের সামনে অসংখ্য হাদিন বর্ণনা করেছেন। তন্মধ্যে একটি হলো-
হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞাসা করলাম- (হে আল্লাহর রাসুল!) আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় আমল কোনটি? রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, ‘নামাজ’। (বুখারি ও মুসলিম)
নামাজ এর কোন বিকল্প নেই, অজু এর জন্য পানি নেই তায়াম্মুম করুন।
তাইয়াম্মুম এর ব্যবস্থা নেই তাইয়াম্মুম ছাড়াই নামাজ পড়ুন কিবলামুখী হয়ে নামাজ পড়তে হয়।
কিন্তু কিবলা কোন দিকে বুঝতে পারছেন না? ঠিক আছে তাহলে আপনি যেকোনো দিক হয়েই নামাজ পড়ুন।
দাঁড়িয়ে নামাজ পড়তে পারছেন না? তাহলে বসে নামাজ পড়ুন।
বসেও নামাজ পড়তে পারছেন না? তাহলে শুয়ে নামাজ পড়ুন।
পরিষ্কার কাপড় পড়ে নামাজ পড়তে হয় পরিষ্কার কাপড় নেই? ঠিক আছে তাহলে আপনার যেটা আছে সেটা দিয়েই নামাজ পড়ুন
নামাজ যে কি জিনিস কি করে বুঝাই এটা এক আশ্চর্য ইবাদত
যে ইবাদত কোন অসুবিধা মানে না, আপনি অসুস্থ টাকা দিলেন সেই টাকায় হজ করলো অন্যজন আপনার নেকি হবে।
আপনি অসুস্থ ফকিরকে খাওয়ালেন আপনি রোজার সওয়াব পাবেন।
হজ্জের বিকল্প আছে রোজার ও বিকল্প আছে। কিন্তু নামাজ এমন এক ইবাদত যার কোন বিকল্প নেই
আমার ভাই ও বোনেরা নামাজ পড়ুন। আপনার জীবনে যাই ঘটুক নামাজ ছেড়ে দিয়েন না। আপনি ব্যক্তি জীবনে । তই খারাপ কাজ করেন না কেন। পাপের পরিমাণ যতই বেশি হোক না কেন নামাজ পড়ুন।
কোন ছাড় নেই।
বোন আপনি বলছেন আপনি হিজাব পরেন না? আমি আপনাকে বলছি আপনি নামাজ পড়ুন।
বোন আপনি বলছেন আপনার কাপড় নামাজের উপযোগী নয়? আমি আপনাকে বলছি নামাজ পড়ুন
ভাই আপনি বলছেন আমি মদপান করি? ঠিক আছে নামাজ পড়ুন।
আমি মদ বিক্রি করি ? ঠিক আছে তাও নামাজ পড়ুন।
আমি ড্রাগ নিই এবং বিক্রি করি ঠিক আছে নামাজ পড়ুন
আমার একটি মেয়ে বন্ধু আছে এবং আমি তার সঙ্গে রাত্রি যাপন করেছি। ঠিক আছে তাও নামাজ পড়ুন।
আপনার জীবনে যাই ঘটুক না কেন। আপনি নামাজ পড়ুন নামাজ ছেড়ে দিয়েন না।
এখন অনেকের মনে প্রশ্ন যে ভাই আমি কিভাবে পাপ কাজ করার পর নামাজ পড়বো?
এটি তো নামাজের প্রতি অসম্মানজনক এবং তাতে আমার ভন্ডতা প্রকাশ পায়।
আমি বলছি না আমরা এজন্যই নামাজ পড়ি, আমরা পাপ করি না বরং আমরা নামাজ পড়ি কারণ আমরা পাপী।
আমরা সব সময় নানা ভুলের মধ্যেই রয়েছি।
মহান আল্লাহ তায়ালা নিজে বলেছেন, নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে। কাজেই নামাজ পড়ুন
কিছু মানুষ বলে আমাকে ভালো পথে আসতে দাও ইনশাল্লাহ আমি নামাজ পড়া শুরু করে দিব, তাহলে শুনুন ভাইয়া আপনি নামাজ ব্যতীত ভালো পথে আসতেই পারবেন না।
এজন্যই আমরা নামাজ পরি যাতে ভালো পথে আসতে পারি
আপনার জীবনে যাই আসুক না কেন, আপনি যেখানেই থাকেন না কেন। নামাজ পড়ুন।
আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-যে ব্যক্তি নামাজের প্রতি যত্নবান থাকেন।
কিয়ামতের দিন ওই নামাজ তার জন্য নূর হয়ে যাবে।
এবং হিসেবের সময় নামাজ তার জন্য দলিল হবে, এবং নামাজ তার জন্য নাজাতের কারণ হবে।
অক্ষান তরে যে ব্যক্তি নামাজের প্রতি যত্নবান হবে না।
কিয়ামতের দিন নামাজ তার জন্য দলিল ও নূর হবে না।
আর তার জন্য নাজাতের কোন সনদ ও থাকবে না।
বরং ফেরাউনের মতো নিকৃষ্ট মানুষের সঙ্গে তার হাসর হবে।
যারা একেবারে নামাজ পড়ে না কিংবা মন চাইলে 1-2 অক্ত নামাজ পড়ে। অথবা সপ্তাহ মাস কিংবা বছর এ নামাজ পড়েন।
তাদের খুব শিগ্রই অশান্তি এবং পতন নেমে আসবে। শাস্তি তাদের জন্য অভধারিত
সুতরাং দুর্ভোগ সেইসব নামাজ আদায়কারীদের জন্য। যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন।
আজকের মতো এই ছিল, পরবর্তীতে ইনশাল্লাহ আবারো হাজির হবো নতুন কোন সিনেমা কিংবা ওয়েব সিরিজের গল্প নিয়ে।
সেই পর্যন্ত ট্রিকবিডির সঙ্গেই থাকুন ধন্যবাদ।
0 Comments