Header Ads Widget

Responsive Advertisement

এই ৫ টি আলামত দেখলে বুঝবেন আপনি নেককার নাকি বদকার??


আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।

প্রিয় দর্শক ,,




আপনার নিজের মধ্যে পাঁচটি আলামত দেখলে বুঝবেন আপনি জাহান্নামের দিকে যাচ্ছেন।  আর 5 টি আলামত দেখলেই বুঝবেন আপনি জান্নাতের পথে অগ্রসর হচ্ছেন।                                                           

সুপ্রিয় দর্শক মন্ডলী, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তা'আলা আনহু থেকে আমরা হাদিস খানা পাই এবং তিনি বিস্তারিত ব্যাখ্যা করেছেন।  তিনি যা বলেছেন তা আজকে আমি আপনাদেরকে জানাবো।  তিনি বলেছিলেন,, পাঁচটি বিষয় যদি উপলব্ধি করেন, বুঝবেন আপনি জাহান্নামের পথে যাচ্ছেন।  আবার পাঁচটি বিষয় যখন আপনার নিজের মধ্যে উপলব্ধি করবেন, এবং আপনি আপনার নিজের মধ্যে পরিবর্তন দেখবেন ,তখন বুঝবেন আপনি জান্নাতের দিকে যাচ্ছেন।                   


জাহান্নামী 5 টি আলামত প্রথমে বলেনেই।                                                         

প্রথম নম্বরটি হলো চেহারার লাবণ্যতা কমে যাওয়াঃ ধরেন আপনি অনেক সুন্দর একটি মানুষ । কিন্তু অত্যাধিক পরিমাণে পাপ কাজের কারণে ,আপনার চেহারার নুর কমে যায় । যদিও গায়ের রং ফর্সা কিন্তু আপনার চেহারায় একটা বদ লোক এর প্রভাব লক্ষ্য করা যায়।  সৌন্দর্য এমন ভাবে কমে যায় যে কোন লোক দূর থেকে দেখেই বুঝে ফেলে যে এই ব্যক্তি একজন বদকার,                                           

আবার দেখবেন অনেক ব্যক্তি আছে, গায়ের রং কুচকুচে কালো।  নেক আমলের কারণে, পাঁচ ওয়াক্ত সালাত এবং উজুর কারণে, মানুষের সাথে সদাচরণ করার কারণে,সত্যবাদিতার কারণে, সে ব্যক্তির চেহারায় এমন একটি নুর চমকায়, যে কারণে কুচকুচে কালো রঙের চামড়ার উপরে ও তার নুরানী হাসি মানুষকে মুগ্ধ করে।  তাকে সুন্দর মানুষের চাইতেও বেশি সুন্দর লাগে।

                                                                                                                              

দুই নাম্বার আলামত হল অন্তর কালো হয়ে যাওয়াঃ অন্তর কালো হয়ে যাওয়া মানেই সে ব্যক্তি প্রায় সময় চিন্তা পেরেশানিতে থাকবে। দুশ্চিন্তা আর পেরেশানি তাকে ঘিরে ফেলবে। ঠিক মত নামাজ-কালাম করবেনা, কোন এবাদতের দিকে তার মন চাইবে না।  একেই বলে অন্তর কালো হয়ে যাওয়া।                                                                                       

বেশিরভাগ সময় গুনাহের কাজ করবে। নেকের কাজ খুব কমই করবে।                   

                                                                                                                    

  তিন নম্বর আলামত হল দৈহিক শক্তি থাকবেনাঃ শরীরে কোন শক্তি থাকবে না।এই শক্তি দ্বারা বোঝানো হয়েছে দীনি কাজের শক্তি। মানে আপনি ঠিক মত নামাজ-কালাম করবেন না । অনেক মানুষ আপনাকে ভালো কাজের দিকে দাওয়াত করবে এবং নামায-রোজার দিকে দাওয়াত করবে, কিন্তু আপনি বদকার হবার কারণে সেই নামাজের দিকে যাওয়া বা নেক কাজ করার জন্য কোন শক্তি পাবেননা। আপনি দ্বীনি কাজে সবার চেয়ে পেছনে থাকবেন। হয়তো আপনার অর্থ সম্পদের পাহাড় থাকতে পারে, কিন্তু আপনি একজন বদকার লোক হওয়ার কারণেই এই আলামত আপনার মধ্যে প্রকাশ পাবে।  আপনি রোজা নামায হজ্ব ও যাকাত এগুলোর ক্ষেত্রে  সবার চেয়ে পিছিয়ে থাকবেন।এটাই বুঝানো হয়েছে যে বদকার লোকের দেহে শক্তি থাকবে না                                                                                                           


 চতুর্থ নাম্বার হল রিজিক সংকীর্ণ হয়ে যাবেঃ দুনিয়াতে সে একের পর এক অভাব-অনটনের মধ্যে পড়তে থাকবে।ধরেনিন সে ব্যক্তির অনেক টাকা পয়সা আছে, কিন্তু তাতে বরকতনেই। তার রিজিক সংকীর্ণ হয়ে গেছে। কারণ কোটি টাকা থেকে লাভ কি গ্যাস্টিকের জন্য ডাক্তার নিষেধ করে দিয়েছে, পছন্দের মজাদার খাবার গুলো সে আর খেতে পারবেনা।  ডায়াবেটিসের জন্য নিষেধ করে দিয়েছে।  বিভিন্ন দুরারোগ্য ব্যাধির কারণে অনেক পছন্দের কর্মকাণ্ড করার ব্যপারে নিষেধ করে দেওয়া হয়েছে। খাবারের ব্যাপারে নিষেধ করে দেওয়া হয়েছে।


৫ নম্বর আলামত হচ্ছে মানুষ তাকে ঘৃণা করবেঃ একটু ভালো করে বোঝার চেষ্টা করুন,, ধরুন এলাকার একজন খুব বড় মাপের মানুষ, কিন্তু কোন মানুষ তার কথা শুনেনা, তাকে পছন্দ করে না, তাকে দেখতেও পারেনা, এমনকি সেই ব্যক্তির উপস্থিতি তাদের আতঙ্কের কারণ হয়, আবার অনেকেই প্রকাশ্যে ভয়ের কারণে কিছু না বললেও মনে মনে গালি দিয়ে থাকে, ঘৃণা করে, সব সময় তাকে অভিশপ্ত মানুষ এবং তার থেকে দূরে থাকার চেষ্টা করে।     

                         

আর যদি আপনি রাস্তা দিয়ে যাওয়ার সময় 10 জন আপনাকে দেখে দূর থেকে সালাম দিতে থাকে।  হাসিমুখে আপনার কুশল বিনিময় করে, আপনাকে সে মুসাফা করে আর আপনিও তাদের সাথে হাসিমুখে আচরণ করেন। এবং আপনাকে দূর-দূরান্ত থেকে মানুষ দেখে এসে মিশতে চায়, কথা বলতে চায়, তাহলে বুঝে নিন অবশ্যই আপনি আল্লাহপাকের একজন নেককার বান্দাদের পথের ওপর পরিচালিত হচ্ছেন। যেটাকে মহান আল্লাহ পবিত্র কুরআনে বলেছেন.........ইহ  দিনাস সিরাতাল মুস্তাকিম”””” অর্থাৎ সরল-সঠিক পথ। যে পথে আল্লাহ পাক তার নেককার বান্দাদের পরিচালিত করছেন।                                                                             

   প্রীয় দর্শকঃ  ভিডিও শেষ পর্যায়ে বলিনি যদি উপরোক্ত পাঁচটি জাহান্নামে আলামত আপনার মধ্যে পরিলক্ষিত হয় তবে বেশি বেশি ইস্তেগফার করুন 


Post a Comment

0 Comments