আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। সুপ্রিয় দর্শক মন্ডলী ,,,,আজকে আমরা জানবো শবে বরাতের রাতে মহিলারা কিভাবে নামাজ আদায় করবে????
তো বেশি দেরি না করে,, চলুন শুরু করা যাক। শবে বরাতের রাতে নামাজ আদায়ের কথা হাদীস শরীফে এসেছে। কিন্তু কত রাকাত পড়তে হবে ??/ এভাবে কোন হাদিস বা কুরআনে আসেনি। অনেকেই বলে থাকেন 100 রাকাত পড়তে হবে । অথবা 12 রাকাত পড়তে হবে। অথবা চার রাকাত পড়তে হবে ,, কিন্তু কোরান ও হাদিসে এমনটি কখনোই বলা হয়নি। এগুলো হচ্ছে মানুষের বানানো সব নিয়ম। এগুলোর সাথে কোরআন-হাদিসের কোন মিল নেই । আপনি আপনার সামর্থ্য অনুযায়ী যতটুকু আমল করতে পারেন ,,তত টুকুই আমল করবেন। যতটুকু নামাজ আদায় করতে পারবেন,, আপনি ততটুকু নামাজ আদায় করবেন। কিন্তু শর্ত হচ্ছে ,,নামাজটি ধীর স্থিরভাবে হতে হবে। নামাজ যত একাগ্রতার শহীত পড়া যায় ততোই উত্তম । এখন যে নামাজ সম্পর্কে আমি বলব এটি শুধুমাত্র মা-বোনদের জন্য। নামাজ আদায়ের আগে নিয়ত করা আবশ্যক। নিয়তটি হতে পারে আপনার মুখে ,,অথবা অন্তরে । মুখে উচ্চারণ করা জরুরী নয় । আপনি চাইলে মনে মনেও নিয়োত করতে পারেন। নিয়োত করার পরে আপনি আল্লাহু আকবার বলে দুই হাত কাধ পর্যন্ত উঠিয়ে বুকের ওপর হাত বাধবেন। হাত বাধার নিয়ম হচ্ছে,, বাম হাতের পিঠের ওপর ডান হাত রেখে দিবেন। ছেলেদের ন্য়ায় ধরবেন না।
তারপর আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে সুরাতুল ফাতিহা পড়বেন। তারপর বিসমিল্লাহ করে যেকোনো একটি সূরা পড়বেন। অনেকে বলে থাকেন,, নির্দিষ্ট কোন সূরা দিয়ে পড়তে হবে। অথচ এটা ভুল ধারণা। আপনি যে কোন সূরা দিয়ে এই শবে বরাতের নামাজ আদায় করতে পারেন। যেকোনো একটি সূরা মিলানোর পরে,,, আপনি আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে আপনার চোখ থাকবে আপনার পায়ের আংগুলের দিকে। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পড়বেন। তিনবার ,,পাঁচবার অথবা সাতবার। একবার বলা ওয়াজিব । এরপর সামি আল্লাহ হুলিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবেন। তারপর বলবেন রব্বানা লাকাল হামদ। আর চাইলে রব্বানা লাকাল হামদু বলার পরে আপনি বাড়িয়েও বলতে পারেন,, হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফিহি। তারপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সেজদায় যে এমন ভাবে সেজদা দিবেন যেন দেহের প্রতিটি অংশ একে অপরের সাথে লেগে থাকে।
তারপর সিজদার তাসবিহ পড়বেন । তারপর আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসবেন ।
আবার পুনরায় সেরকম ভাবে সেজদা করবেন। তারপর আবার আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবেন। ঠিক পুনরায় প্রথম রাকাতে নেয় দ্বিতীয় রাকাত শেষ করবেন। দ্বিতীয় রাকাতে দ্বিতীয় সেজদা দেয়ার পরে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে না গিয়ে সোজা হয়ে বসবেন । তারপর আত্তাহিয়াতু পড়বেন। আত্তাহিয়াতু পড়া শেষ হলে,, বসে আত্তাহিয়াতুর পরে দরুদে ইব্রাহিম পরবেন । তারপর দোয়ায়ে মাসুরা পড়বেন। তারপর সালাম ফিরাবেন । আর আপনি যদি চার রাকাত পড়তে চান,,, তাহলে এই দুই রাকাতের বৈঠকে আপনি শুধু আত্তাহিয়াতু পড়ে দাঁড়িয়ে যাবেন। তৃতীয় রাকাতে আপনি প্রথম রাকাতে ন্যায় আদায় করবেন। তারপর চতুর্থ রাকাতে আপনি দ্বিতীয় রাকাতের নেয় আদায় করে যখন শেষ বৈঠকে বসবেন। তখন আত্মা হিয়্যাতু,, দরুদে ইব্রাহিম এবং তারপরে দোয়ায়ে মাসুরা পড়ে সালাম ফিরাবেন । এভাবে আপনি আপনার নামাজ আদায় করবেন । মহিলাদের নামাজ হতে হবে অনেক সংকুচিত ভাবে।
প্রিয় মা-বোনেরা আপনি চাইলে দুই রাকাত করে নফল আদায় করতে পারেন,, অথবা চাইলে চার রাকাত করে আদায় করতে পারবেন। আশা করি মা-বোনদের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে নামাজের নিয়ম বুঝাতে পেরেছি । আল্লাহ তা'আলা সকলকে আমল করার তৌফিক দান করুন । আমিন !!!!!
0 Comments