আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহ ,,,,
সুপ্রিয় দর্শক মন্ডলী,,, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামীনের অশেষ মেহেরবানি ও দয়ায়,আপনারা সবাই ভাল আছেন।
(True Search Bangla) ট্রু সার্চ বাংলা,,,,,,,, ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপমিাদেরকে জানাই অফুরন্ত ভালোবাসা।
প্রিয় দর্শক,,,, হযরত আদম আলাইহিস সালাম হলেন আমাদের আদি পিতা। তিনি এই দুনিয়ায় আগমন এর আগে,, এ দুনিয়ায় কি ছিল??? তা জানার জন্য অনেকেরই আগ্রহ আছে। আজ আমি কোরআন ও হাদিসের আলোকে সেই বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আল্লাহ তায়ালা সূরা হুদের 7 নম্বর আয়াতে এরশাদ করেন,,, তিনি আসমান ও জমিন 6 দিনে সৃষ্টি করেছেন । তারা আরশ ছিল পানির উপরে। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি আবু রাজিন দাখিলের সূত্রে বর্ণনা করেন,, তিনি নবীজিকে প্রশ্ন করেছিলেন,, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,, আসমান ও জমিন সৃষ্টির আগে আমাদের পরওয়ার দিগার কোথায় ছিলেন???? তিনি বলেন,,,
আ”মাতে ছিলেন। অর্থাৎ তখন আল্লাহ ছাড়া কিছুই ছিল না। তার ওপরে শূন্য ,,তার নিচেও শূন্য । এক কথা ,,তখন কিছুই ছিল না। তিনি পানির উপর তার আরশ পয়দা করলেন। মূলত এটাই ছিল,, মাখলুকের প্রথম অবস্থা। ন ইমাম আহমাদ,, ইমাম তিরমিজি,, ইমাম আবু দাউদ এবং আরো অনেক মুহাদ্দিসিনে কেরামগন, এ বিষয়ে একমত হয়েছেন।
ইবনে সাবিত রাদিয়াল্লাহু তা'আলা আনহু থেকে বর্ণিত,,, তিনি বলেন ,আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি ,তিনি বলেন, বিনা সন্দেহে আল্লাহ তাআলা সবচেয়ে প্রথম কলম কে সৃষ্টি করেছেন। অর্থাৎ সর্বপ্রথম আল্লাহ পাক কলম কে সৃষ্টি করেছেন। এবং আল্লাহ তা'আলা কলমটিকে হুকুম দিলেন লিখো!!! আর কলম তখন নিজে থেকে চালু হয়ে গেল। লেখা শুরু করল । এবং কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সব কিছু লিখে দিলো। প্রথম কলম প্রশ্ন করেছিল,,, হে আমার রব!!!! আমি কি লিখব??? তখন আল্লাহ তাআলা বলেছিলেন,, শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু ঘটবে,,, সব লিখ। এসব ছিল আল্লাহ তায়ালার এলেম। যা কিছু আল্লাহর হুকুমে কলম,,লাওহে মাহফুজে লিখে দিয়েছে। আর এই হাদিস দ্বারা বুঝা যায়,,, সর্বপ্রথম সৃষ্টি হলো কলম ,, জমহুর ওলামায়ে কেরামের অভিমতে,,, সর্বপ্রথম সৃষ্টি হলো আ”রশ। তাদের দলিল হল,,,ইমাম মুসলিম বর্ণনা করেন,, আবদুল্লাহ ইবনে আমর ইবনে আ”স রাদিয়াল্লাহু বলেন,, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি,,আল্লাহ তাআলা আকাশ ও পৃথিবী সৃষ্টির 50 হাজার বছর আগে তকদির লিপিবদ্ধ করেন। তখন তার আরশ ছিল পানির উপর। এ হাদীস দ্বারা বোঝা যায়,,, প্রথমত পানি,, তারপর আরশ,, এরপর কলমকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এরপর তাদের লিপিবদ্ধ হল,, এরপর আসমান ও যমীন সৃষ্টি করা হল।
যে হাদীস দ্বারা সর্বপ্রথম কলম সৃষ্টি কথা প্রমাণিত হয়,,, তার অর্থ হলো কলম এ জগতের মধ্যে প্রথম। এ ব্যাপারে বোখারী শরীফের হাদিস রয়েছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু বলেন,,, ইয়ামিনের কিছু লোক রাসুল সাঃ কে বলল,, আমরা সৃষ্টি জগত সম্পর্কে জানতে এসেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাই সাল্লাম ইরশাদ করেন,, সর্বপ্রথম আল্লাহ ছিলেন,, তার আগে কিছুই ছিল না । এবং তার আ”রশ ছিল পানির উপর। এরপর লাওহে মাহফুজে সবকিছু লিখে দিলেন । এরপর আকাশমন্ডলী ও পৃথিবীর সৃষ্টি করেন তিনি। ইবনে জারের, বিন ইসিরার থেকে বর্ণনা করেন,, তিনি বলেন ,আল্লাহ তাআলা সর্বপ্রথম সৃষ্টি করেছেন,, তাহলো আলো-অন্ধকার। কেউ কেউ বলেন,, আল্লাহ তাআলা কলমের পর কুরসী কে সৃষ্টি করেছেন। কুরসির পর মহাশূন্য,, আধার ,,তারপর পানি। হযরত আব্দুল কাদের জিলানী রাহঃ এর প্রসিদ্ধ কিতাব সিররুল আসরার কিতাবে বলা হয়েছে,,আল্লাহ বলেন ,,আমি সর্বপ্রথম নূর দ্বারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম এর সৃষ্টি করেছি । তবে মোল্লা আলী কারী একটি হাদীস উল্লেখ করেছেন,, বিশুদ্ধ বর্ণনা অনুসারে যে,, ছয়দিনের জগত সৃষ্টি করা হয়েছে। তা রবিবার থেকে শুরু হয় শুক্রবার পর্যন্ত। শনিবারের জগৎ সৃষ্টির কাজ করা হয় নাই। এই ছয়দিনের কার্যাবলী নিয়ে বিস্তারিত আলোচনা সূরা হা-মীম সেজদাহ নবম-দশম আয়াতে রয়েছে।
রবি ও সোমবার,, এই দুইদিনে পৃথিবী সৃষ্টি করা হয়েছে । মঙ্গল ও বুধবার ,,ভূমন্ডলের সাজ-সরঞ্জাম পাহাড়-নদী বৃক্ষ যাবতীয় প্রকৃতির উপাদান গুলো সৃষ্টিজীবের পানাহারের বস্তু হিসেবে সৃষ্টি করা হয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার 7 আকাশ সৃষ্টি করা হয়েছে। এক রেওয়াতে আছে ,,আল্লাহ তায়ালা শনিবারের মাটি সৃষ্টি করেন। রবিবার জমিনে পাহাড় ,,সোমবার গাছপালা,,, মঙ্গলবার বিপদ ,আপদ ,বালা, মুসিবত সৃষ্টি করেন। বুধবার বৃহস্পতিবার জমিনে জীবজন্তুদের ছেড়ে দিলেন । আর শুক্রবার আছর থেকে মাগরিব এর আগে হযরত আদম আলাই সাল্লাম কে সৃষ্টি করেন । এর থেকে বোঝা যায়,, সৃষ্টির মধ্যে শেষ সৃষ্টি হল ,আদম আলাইহিস সালাম। মানব জাতি সৃষ্টির আগে ফেরেশতা ও জিন সৃষ্টি হয়েছিল। তাঁর সৃষ্টির মধ্যে প্রথম নম্বর হলো ফেরেশতা। দ্বিতীয় নম্বর হলো জিন। এবং তৃতীয় বা শেষ হল মানুষ জাতি। এ ব্যাপারে সূরা হিজর এর 26 ও 27 নম্বর আয়াতে বলা হয়েছে,,, আমি মানব পচা কাদা ,,থেকে তৈরি ও বিশুস্ক ঠনঠনে মাটি দ্বারা সৃষ্টি করেছি ।
এবং জিনকে এর আগে লুহ এর আগুন দ্বারা সৃষ্টি করেছি। মূলত আদম আলাই সালাম এর 2000 বছর আগে আল্লাহ তায়ালা জিন জাতিকে সৃষ্টি করেছেন ।
তারা এ দুনিয়া বসবাস করত,,কিন্তু বিভিন্ন ফিতনা-ফাসাদের ফলে তাদের প্রতি আল্লাহর ফেরেশতাদের এক বিশাল বাহিনী প্রেরণ করেন। ফেরেশতারা তাদের জবরদস্ত মারপিট করেন। আর এতেই জ্বীন জাতী বন জঙ্গল ও সমুদ্র আশ্রয়গ্রহণ করে। পৃথিবীর ও জমিনের সকল জনপদ থেকে তাদেরকে বের করে দেয়া হয়। আর এই ঘটনা হযরত আদম আলাই সালাম এর সৃষ্টি আগে সংঘটিত হয়। হযরত আদম আলাই সালাম সৃষ্টির আগে সংঘটিত বর্ণনা,, এ পর্যন্তই পাওয়া যায়।
তো প্রিয় দর্শক যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তারা কমেন্টে আমিন লিখে জানাবেন।
আল্লাহ সুবহানাতায়ালা আমাদের প্রত্যেককেই যেন সুস্থ রাখেন,, ভাল রাখেন। নিরাপদে রাখেন। এই কামনাই আজকের ভিডিওটির এখানেই সমাপ্তি। আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু।
0 Comments