একটি ভয়ংকর পরিসংখ্যা আপনাদের সাথে শেয়ার করি।
প্রতি ৪০ সেকেন্ডে বিশ্বের কোথাও না কোথাও কেউ না কেউ আত্মহত্যা করছে। প্রতিবছর আত্মহত্যাজনিত কারণে মৃত্যুর সংখ্যা প্রায় আট লাখ।ভারতেই প্রতি দুই মিনিটে একজন আত্মহত্যা করে।২০১৫ সালে বিশ্বের সবচেয়ে বেশি আত্মহত্যা প্রবণ দেশগুলোর একটি ছিল জাপান।২০১৪ সালের পরিসংখ্যান অনুযায়ী জাপানে প্রতিদিন গড়ে প্রায় ৭০ জন মানুষ আত্মহত্যা করে।(বিবিসি)।আমর দেখেছি নিউজিল্যান্ড কিছু দিন আগে সুইসাইড মেশিনও আবিষ্কার করেছে।কি আশ্চার্যের ব্যাপার!!অর্থ, সম্পদ,পরিবার,প্রাচুর্য সব কিছু থাকার পরেও কেন আতহত্যার পরিসংখ্যানটা দিন দিন বেড়েই চলেছে!সতিই এটি ভাববার বিষয়!!
.
আত্মহত্যার অন্যতম কারণ গুলা মধ্যে একটি হচ্ছে জীবনের প্রকৃত অর্থ খুজে না পাওয়া।আমরা কেন বেঁচে আছি?কেন উপার্জন করছি?কেনই বা আবার দিন রাত পরিশ্রম করে উপার্জন করা এসব কিছু ছেড়ে চলে যেতে হবে?এই চিন্তাগুলার সদ্ব্যউত্তর খুজে না পেয়ে, একদল মানুষ জীবনের সব আয়োজনকে অর্থহীন মনে করে আত্মহত্যা করে নিজের মুক্তির পথ খোঁজে।আবার একদল হতাশা,মানুষিক কষ্ট, একাকিত্বের চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যা করে এসব থেকে মুক্তি খোঁজে।এছাড়াও ব্যক্তিভেদে আত্মহত্যার আরো ভিন্ন অনেক কারণই থাকতে পারে।
.
তবে যাই হোক না কেন আত্মহত্যা ইসলামে কোন অবস্থাতেই জায়েজ নেই।যে আত্মহত্যা করবে সে চিরকালের জন্য জাহান্নামিদের অন্তর্ভুক্ত হয়ে যাবে।যারা দ্বীন থেকে বিমুখ কিংবা ইসলামের আলোর সন্ধান পায়নি, বস্তুবাদী চেতনায় উজ্জীবিত,তারাই দিন শেষে জীবনের প্রতি বিতৃষ্ণা নিয়ে আত্মহত্যার পথ বেছে নেয়।
.
একজন মুমিন কখনো হতাশ হতে পারেনা।সে জানে তার সাথে সেটাই হবে যা তার তকদীরে লিপিবদ্ধ আছে।।একজন মুমিন কখনো একাকিত্ব অনুভব করতে পারেনা। কারণ সে জানে তার আল্লাহ সব সময় তার সাথেই আছেন।একজন মুমিনের কখনো জীবনের প্রতি বিতৃষ্ণা আসতে পারেনা।কারণ এই জীবনের প্রকৃত উদ্দেশ্য তার সামনে স্পষ্ট। সে জানে এই দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী, ধোকা আর কষ্টেরই জায়গা আর মৃত্যুর পরের জীবনটাই চিরস্থায়ী, আসল আর ভোগের জায়গা।তো বলুন এর চেয়ে বড় মোটিভেশন আর কি হতে পারে?এসব জেনেও একজন মুমিন কি আত্মহত্যা করতে পারে?
.
আসুন আমরা আমাদের ছেলে মেয়েদেরকে দুনিয়ার পাশাপাশি, দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে তুলার ব্যাপারে অঙ্গীকারবব্ধ হই।পরিবারিক ভাবে ইসলাম চর্চার পরিবেশ গড়ে তুলি।একমাত্র প্রকৃত ইসলামের জ্ঞানই পারে সামাজ থেকে সকল জাহেলিয়াত দূর করতে।এর বিকল্প আর কোন পথ নেই.
আল্লাহ সুবহানাহু তায়া’লা আমাদের প্রত্যেক্যে সুস্থ রাখেন সুন্দর রাখেন এবং নিরাপদে রাখেন এই কামনায় আজকের ভিডিও টি এখানেই সমাপ্তি,,,
আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারকাহতু
0 Comments