আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ
বন্ধুরা আশা করছি আপনারা সকলেই মহান আল্লাহ রব্বুল আলামীনের অশেষ রহমতে ভাল আছেন,,
বন্ধুরা,,,
শবে মেরাজ কবে??? কত তারিখে?? এবং কি বারে?? শবে মেরাজের রোজা কয়টি?? শবে মেরাজের আমল কি??
তো চলুন জানা যাক,,,
রজব মাস আরবি মাসের সপ্তম মাস।
এই মাসটি অত্যন্ত বর্কত এবং ফজিলতপূর্ণ একটি মাস
আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বিশেষভাবে চারটি মাসকে সম্মানিত বলে আখ্যায়িত করেছেন।
এর মধ্য থেকে অন্যতম একটি মাস হল রজব মাস।
এই মাসটিকে রজবুল মোয়াজ্জম বলা হয়ে থাকে।
এই মাসের মধ্যে আল্লাহ তায়ালা বিশেষ কিছু অলৌকিক ঘটনা ঘটিয়েছেন।
আর এই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের নেয়ামত আল্লাহ তায়ালা প্রদান করেছেন। আল্লাহতালা পবিত্র কুরানে এরশাদ করেছেন,,,
سبحان الذي السراب عبده ليلا من المسجد الحرام الى المسجد الاقصى الذي با عرفنا حوله لنريه هو من اياتنا انه هو السميع البصير
পরম পবিত্র ও মহিমাময সত্তা তিনি,,যিনি স্বীয় বান্দাকে রাত্রিবেলায় ভ্রমন করাইয়াছেন মসজিদে হারাম থেকে মসজিদে আক্বসা পর্যন্ত।
যারা চারদিকে আমি পর্যাপ্ত বরকত করেছি,, যাতে আমি তাকে আমার কুদরতের কিছু নিদর্শন দেখিয়ে দেই।
তিনি সর্বশ্রোতা এবং সর্বশ্রেষ্ঠ।
(সূরা বনী ইসরাঈল আয়াত নং 1)
রাসুলুল্লাহ (সা) কে রজব মাসের 27 তারিখে অর্থাৎ 26 তারিখের দিবাগত রাত্রে আল্লাহ তাআলার বিশেষ সাক্ষাতের জন্য মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আক্বসা পর্যন্ত এবং প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম আসমান,,, সিদরাতুল মুনতাহা, জান্নাত, জাহান্নাম, সবকিছু এক রাতের মধ্যে আল্লাহতালা কুদরতি ভাবে তাকে ভ্রমণ করায়াছেন।
এই ভ্রমণটাকেই মেরাজ বলা হয়ে থাকে।
এ মেরাজ কোন মাসে সংঘটিত হয়েছে এ ব্যাপারে বিভিন্ন মতামত রয়েছে।
কেউ বলেছেন রবিউল আউয়াল মাসে,, কেউ বলেছেন শাওয়াল মাসে,, কেউ বলেছেন রজব মাসে,,কেউ বলেছেন রমজান মাসে।
সর্বসম্মতিক্রমে উল্লেখযোগ্য ও নির্ভরযোগ্য সূত্রে যতটুকু জানা যায়,, রজব মাসের 26 তারিখ দিবাগত রাতে 27 শে রজব সংঘটিত হয়েছে।
অর্থাৎ রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লাম এর মেরাজ হয়েছে।
0 Comments