আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ
বন্ধুরা আপনি যদি এই পৃথিবীতে জান্নাতের সুখ না পান,, তাহলে ওই দুনিয়ায় জান্নাত কেমন করে পাবেন??? পৃথিবীতে জান্নাত আছে আর আপনাকে সেই জান্নাতের সুখ শান্তি খুঁজে নিতে হবে।
এই পৃথিবীতে জান্নাত আছে,,, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত,, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বলেছিলেন,, যখন তোমরা জান্নাতের বাগানের পাশ দিয়ে যাবে।
চিন্তা করো এমন একটি বাগানআছে,, যেখানে অনেক আপেল গাছ, আম গাছ, কমলা গাছ, আছে।
তোমরা ইচ্ছে করলেই যা খুশি নিতে পারবে, যা পান করতে ইচ্ছা করবে তাই পান করবে।
অবসরা, মজা, আনন্দ যতখুশি পাবে।
নবী করীম সাল্লাল্লাহু আলাই সালাম সাহাবীদের বলেছিলেন,, যখন তোমরা জান্নাতের বাগানের পাশ দিয়ে যাবে,, যা ইচ্ছা তাই নিতে পারবে।
তখন সাহাবীরা বলেন জান্নাতের বাগান কি?? সেটা কোথায়?? উত্তরে তিনি বললেন মসজিদ।
মসজিদই হলো জান্নাতের বাগান।
সাহাবারা রাসূল সাল্লাল্লাহু আলাই সাল্লাম কে বললেন,, আমরা সেখানে কি পাই?? কিবা খেতে পারি?? আর কি বা পান করতে পারি?? তিনি তাদের বললেন,,
سبحان الله والحمد لله و لا اله الا الله الله اكبر
সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার...
জিকিরের এই শব্দগুলোতে তোমরা শান্তি খুঁজে পাবে।
একদম সেই ব্যক্তির মতো শান্তি,,, যিনি জান্নাতের
বাগান দিয়ে হাঁটছেন।
এবং যা ইচ্ছা তাই পাচ্ছেন।
এটা এতটাই স্বয়ংসম্পূর্ণযে,,,,
একজন মানুষকে আত্মিক শান্তি দিতে পারে আল্লাহ তাআলার জিকির।
জিকির হলো দুনিয়াতেই জান্নাতের হাওয়া।
তিনি জিকিরকে দুনিয়ার জান্নাত বলে আখ্যায়িত করেছেন।
এজন্যই কিছু সাহাবাগণ বলেছেন জিকিরের কারণে আমরা আমাদের হৃদয়ে প্রচুর সুখ,,ও আনন্দ অনুভব করি, সব সময়।
এবং তারা আরো বলেন,, জান্নাতের মানুষেরা যে সুখ ও শান্তি অনুভব করে,, এটা তারই ক্ষুদ্র অংশ মাত্র।
সুবহানাল্লাহ!!!
চিন্তা করুন,, তাহলে জান্নাতে কেমন সুখ অনুভব হবে???
চিন্তা করুন,, কিছু কিছু বিশ্বাসীরা এমন জায়গায় পৌঁছাবে যে,, তারা ভাববে যে তারা জান্নাতে যদি থাকতে পারত তারা আসলেই এমন শান্তি দুনিয়াতে অনুভব করবে।
যেমনটা তারা জান্নাতে গেলে অনুভব করতো।
আল্লাহু আকবার,,, এই সবকিছু হবে আল্লাহ তাআলার জিকির এর মাধ্যমে।
এজন্যই ইবনে তাইমিয়া বলেছেন,, এই দুনিয়াবী জীবনেও জান্নাত আছে।
যদি একজন মানুষ এই জীবনে এই জান্নাত উপভোগ করতে না পারে,,তবে সে আর পরবর্তী জীবনে এই জান্নাত পেতে পারেনা।
তাহলে জান্নাত কোথায়??? যখন আপনি আল্লাহর জিকিরের সাথে থাকবেন,,
আপনি জান্নাতের মধ্যে থাকবেন।
তাই আমাদের উচিত হবে সব সময় আল্লাহর জিকির করা।
আল্লাহর স্মরণে থেকে আপনি যে কাজ করুন না কেন,,, সব সময় আপনার অন্তরে আল্লাহতালা স্মরণ আপনাকে জান্নাতের সুখ অনুভব করাবে।
প্রিয় বন্ধুরা আজ তাহলে এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন।
0 Comments