আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ

বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভাল আছেন।
প্রিয় বন্ধুরা,, কাবা শরীফের উপর দিয়ে কোন প্লেন উড়ে যেতে পারে না কেন?? কেন মক্কাতে এয়ারপোর্ট নির্মাণ করা হয়নি??
কাবা শরীফের ঠিক উপরে সোজাসুজিভাবে সাত আসমানে আল্লাহর আরশ অবস্থিত।
যাকে বায়তুল মামুর বলা হয়।
যেখানে প্রতিদিন 70 হাজার ফেরেশতা তাওয়াফ করেন।
সমগ্র বিশ্বের মুসলমানদের কাছে কাবাশরিফ পবিত্রতম স্থান।
এবং সালাতের কিবলা।
সব মুসলমানদের জীবনে একবারের জন্য হলেও কাবা শরীফে হজ কিংবা ওমরা পালনের ইচ্ছা থাকে।
প্রতি বছরেই লক্ষ লক্ষ মুসলমান হজ্ব বা ওমরা পালনের জন্য কাবা শরীফে আসেন।
আপনারা জানেন কি কাবাশরিফ ঠিক পৃথিবীর কেন্দ্রে অবস্থিত???
বিজ্ঞানীরা বলেন পৃথিবীর চারপাশে অভিকর্ষজ ক্ষেত্র আছে। আর কেন্দ্রে এর শক্তি সবচেয়ে বেশি।
হতে পারে কাবা শরীফের উপর এই অভিকর্ষ শক্তি অত্যন্ত বেশি হওয়ার জন্যই এর উপর দিয়ে কোন প্লেন উড়ে যেতে পারে না।
কিন্তু এই মতামত অনেকে সমর্থন করেন না।
Institute of the Globe of Paris
ইনস্টিটিউট অফ দ্যা গ্লোব অপ প্যারিসের একজন সিনিয়র গবেষক জুলিয়া অবার্ট বলেন,,, পৃথিবীর চারপাশে একটি ম্যাগনেটিক ফিল্ড আছে।
যা পৃথিবীর কোট থেকে উৎপন্ন হয়।
মক্কা থেকে নয়।
ম্যাগনেটিক ডিস্টার্বেন্সএর কারনে এতে কোনো অসুবিধা হয় না।
এর ফলে খুব বেশি হলে প্লেনের ক্যাম্পাস জাম করে দিতে পারে।
বর্তমানে উন্নত প্রযুক্তি বিশিষ্ট প্লেন,, কম্পাস এর উপর খুব একটা নির্ভর করে না।
মক্কাতে ও মুসলিমদের প্রবেশ নিষিদ্ধ,, যদি প্লেনে কোন অমুসলিম থাকে,, তাহলে তা মক্কার উপর দিয়ে উড়ে গেলে তারা আকাশপথে মক্কায় প্রবেশ করতে পারে,, এই কারণে হয়তোবা মক্কার উপর দিয়ে প্লেন উড়ে যেতে পারে না।
প্রফেসর ইব্রাহীম আহমেদ বলেন অনেকেই হয়ত জানেননা,, কাবা শরীফ কে দুনিয়ার আলো বলা হয়।
দুনিয়াতে আল্লাহর ঘর, কাবা শরীফের উপরে আল্লাহর আরশ অবস্থিত।
তাফসীর অনুযায়ী কাবা শরীফ থেকে এক দ্যোতিময় আলো আল্লাহর আরশেদিকে সবসময়ই প্রকাশ পেতে থাকে।
তিনি আরো বলেন মক্কায় কোন এয়ারপোর্ট নেই।
এই কারণে,, কোন প্লেন কাবা শরীফের উপর দিয়ে উড়ে যায় না।
এখন প্রশ্ন হচ্ছে,, কেন সৌদি সরকার কেন মক্কায় কোন এয়ারপোর্ট নির্মাণ করে না??
এর কারণ হচ্ছে,, এখানে এয়ারপোর্ট তৈরি করলে মক্কায় প্রচুর টুরিষ্ট এসে শহরটির পবিত্রতা নষ্ট করে দিতে পারে।
তাই তারা এখানে এয়ারপোর্ট নির্মাণ করতে আগ্রহী নয়।
এছাড়াও সৌদি সরকার কাবা শরীফের আশেপাশের এলাকা কে নন ফ্লাইংজোন ঘোষণা করায়,, এখান দিয়ে কোন প্লেন চলাচল করতে পারে না।
যখন ফ্রান্সের পক্ষ থেকে এই নিষেধাজ্ঞা
সম্পর্কে প্রশ্ন করা হয়,, তখন সৌদি সরকার উত্তর দেয়,, কাবা শরীফের পবিত্রতার উপর সম্মান রেখে তারা এই এলাকাকে নো-ফ্লাইং জোন হিসেবে ঘোষণা দিয়েছে।
কাবা শরীফের উপর দিয়ে প্লেন চলাচল না করার এটাই কি আসল কারণ??? এর সঠিক উত্তর আমাদের কাছে এখনো অজানা।
আপনাদের কাছে যদি এই ব্যাপারে কোন উত্তর থাকে,, তাহলে অবশ্যই কমেন্ট কর জানাতে ভুলবেন না।
আজ তাহলে এ পর্যন্তই,, আপনারা ভাল থাকুন,, সুস্থ থাকুন।
আল্লাহ হাফেজ
0 Comments