Header Ads Widget

Responsive Advertisement

ইন্তেকালের সময় শয়তান আপনাকে যা বলবে || Last Chance For Satan || A Few Moments You Will Die👇👇👇👇👇

 


বন্ধুরা আশা করছি আপনারা সকলেই মহান আল্লাহ রব্বুল আলামীনের অশেষ রহমতে ভাল আছেন,,



হ্যালো ভিউয়ার্স স্বাগতম জানাচ্ছি আলমুনতাহা ২৪ এর নতুন একটি পর্বে।


মৃত্যুর সেই সময়ে যখন আপনার প্রাণ ওষ্ঠাগত হবে।

 আপনার পুরো শরীর নিথর হয়ে পড়ে রইবে।

  এবং আপনার শুধুমাত্র একটি নিঃশ্বাসি বাকি আছে।

   তখন কিছু একটা তো ঘটবে।

    এমনি কিছু,, যা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাই সাল্লাম প্রত্যেকের নামাজ আদায়ের সময় আস্রয় চাইতেন। 

    আর সেটা হলো মৃত্যুর যন্ত্রনা।

     এই বিষয়টি সম্পর্কে আমি আপনাকে ব্যাখ্যা করছি।

     

বন্ধু,,,,

 আপনার নিজের 50, 60 কিংবা 70 বছরের পুরো জীবনে শয়তান আপনাকে বিপথে চালনা করার চেষ্টা চালিয়ে গেছে।

  শয়তান এসে আমাদেরকে বিশেষ কিছু ভালো কাজ করার ব্যাপারে বাধা দিয়েছে। 

  এবং খারাপ কাজ করার ব্যাপারে কুমন্ত্রণা দিয়ে গেছে। 

  আর আমাদের পুরো জীবনে শয়তান কখনো সফল হয়,, কিংবা ব্যর্থ হয়,, 

  কিন্তু এই মুহূর্তটা শয়তানের শেষ সুযোগ। 

  আপনার হায়াত শেষ হয়ে আসছে।

   আর আপনি মারা যাচ্ছেন।

    এবং এই অবস্থায় আপনাকে বিভ্রান্ত করার জন্য, শয়তানের কাছে আর একটি মাত্র সুযোগ রয়েছে।

     তখন পূর্বে মারা যাওয়া আপনার কোন প্রিয়জনের রূপ নিয়ে শয়তান আপনার সামনে আসবে। 

     মা বাবা কিংবা সন্তান,, যেকোনো প্রিয়জনের রূপে আসবে।

      আপনার প্রাণ যখন আপনার দেহ ত্যাগ করছে,, ঠিক ওই মুহূর্তে শয়তান আসবে।

       সে তখন বলবে আহমাদ!! আমি অদৃশ্য জগত থেকে এসেছি। 

       আর সত্যিকার অর্থে 

ইসলাম ধর্ম বলে কিছু নেই। 

সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনার কাছে নিমেষ মাত্র সময় থাকবে। 

কিন্তু আমার ভাই ও বোনেরা চ্যালেঞ্জটি কিন্তু আপনার উপরে নয়।

 মহান রাব্বুল আলামীন বলেন,, আল্লাহ একমাত্র সত্তা যিনি সেদিন ওই মুহূর্তে আপনাকে শাহাদাত পাঠ করার তৌফিক দান করতে পারেন।

  আর এটা কিভাবে ঘটবে??? আপনি আপনার পুরো জীবন যেভাবে পরিচালনা করেছেন,, তার উপর ভিত্তি করে এটা ঘটবে। 

  আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলার সময় সত্যবাদী ছিলেন কিনা??? এক নিষ্ঠ ভাবে আল্লাহতালার ইবাদতকারীদের অন্তর্ভুক্ত ছিলেন কিনা?? শুধুমাত্র আল্লাহ তালাকে ভালোবেসে, একমাত্র তাকেই ভয় করে,, শুধু তারই উপর ভরসা রেখে,, লা ইলাহা ইল্লাল্লাহ এর  প্রতি সত্যিকার অর্থে অনুগত ছিলেন কিনা?? নাকি এটা শুধুমাত্র আপনার মুখের ফাঁকাবুলি ছিল???

  

 মাশাল্লাহ,, আসসালামুয়ালাইকুম,, জাযাকাল্লাহ খায়ের,, বারাকাল্লাহু ফিকহি প্রভৃতি ইসলামী এই শব্দগুলো আমরা প্রায় সকলেই বলতে পারি। 

 কিন্তু আপনার ভেতরের খবর একমাত্র আল্লাহ তালাই জানেন।

  আপনি জানেন এবং আল্লাহই জানেন।

   এই সমাজে সবচেয়ে ধার্মিক হিসেবে আপনি পরিচিত হতেই পারেন।

    কিন্তু আপনার সত্যিকার এর পরিচয় একমাত্র আল্লাহই জানে।

     আমার ভাই ও বোনেরা!!! মৃত্যুর সেই সময়ে আপনার আসল পরিচয় বেরিয়ে আসবে।

      একজন আলেম এরকম বেশ কিছু মানুষের সাথে কথা বলেছেন।

       যারা শুধুমাত্র তাদের নাম মোহাম্মাদ, আহমাদ   বা ফাতিমা হওয়ার কারণে ধারণা করে যে,, আগে কিংবা পরে তারা জান্নাত লাভ করবে।

        সকল মুসলিমকি অবশেষে বেহেশতে যাবে না???

         আপনারা সকলেই জানেন যে,, কিছু সময়ের জন্য জাহান্নামে যাবে। 

         কিন্তু এরপর তারা মুক্তি পাবে।

          আমি তো জান্নাতে যাব কারন আমি মুসলিম।

           ঠিক আছে আমার ভাই ও বোনেরা!! তবে চ্যালেঞ্জটি হলো আপনি মুসলিম হিসেবে মৃত্যুবরণ করেছেন কিনা??? মৃত্যুর সময় মহান আল্লাহতালা আপনাকে কালিমা পড়ার তৌফিক দিবেন কিনা?? কারণ আমি এমন কিছু মানুষকে জানি,, আমি কিন্তু শুধু গল্প করছি না এ সব আমার পরিচিত মানুষদের সাথে ঘটে যাওয়া সত্য ঘটনা। 

           সেইসব মানুষ,, যারা কিন্তু খ্রিস্টান হিসেবে নিজের সারা জীবন কাটিয়ে দিয়েছে।

            কিন্তু মৃত্যুশয্যায় শেষ মুহূর্তে তারা শাহাদাত পাঠ করেছে। 

            অন্যদিকে আমি এমন মানুষ কেউ চিনি,, জাতির নাম মোহাম্সাদ কিংবা আহমাদ। 

            তারা তাদের পুরো জীবন মাশাল্লাহ,, আসসালামুয়ালাইকুম,, জাযাকাল্লাহ খায়ের,, বারাকাল্লাহু ফিকহি,, বলে কাটিয়েছেন।

             কিন্তু  শেষ মুহূর্তে যখন তাদের কালিমা পড়া উচিত ছিল সেখানে তারা গানের কথা বলেছে।

              কথা বলেছে ব্যবসা-বাণিজ্য নিয়ে। 

              প্রিয় ভাই ও বোনের!!! আপনি আপনার জীবন যেভাবে পরিচালনা করবেন এটা তারই নমুনা।


মহান আল্লাহ আমাদের সবাইকে মৃত্যুর কঠিন সময়

শয়তানের কুমন্ত্রনা থেকে হেপাযত করুন। 

আমিন!!!!!


Post a Comment

0 Comments