Header Ads Widget

Responsive Advertisement

হযরত ওমর রাঃ কেমন সাধারণ জীবন কাটাতেন। শুনলে আপনি অবাক হয়ে যাবেন? Biographies of the Companions

 আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। 

প্রিয় দর্শক ,,



ইসলামে, হযরত মুহাম্মদ সা . এর পর সবচেয়ে সম্মানিত ব্যক্তি হযরত আবু বকর রাঃ  দুই বছর শাসন শেষে জীবনের শেষ সময়ে খলিফা নির্বাচিত করলেন হযরত উমর ইবনুল খাত্তাব ( রাঃ ) -কে । প্রথম দিকে বেশ কয়েকজন এতে আপত্তি জানিয়েছিল,,

হযরত উমর ( রাঃ ) এর রাগান্বিত স্বভাবের জন্য । কিন্তু দায়িত্ব নেয়ার পর থেকে সকলের ধারণা ভুল প্রমাণিত করে ইসলামের সবচেয়ে ক্ষমতাবান ও প্রিয় শাসকে পরিণত হয়েছিলেন তিনি । কুরাইশ বংশে জন্ম নেয়া উমর রাঃ ইসলামের প্রথম দিকে ছিলেন প্রচুর ইসলাম ও মুহাম্মদ ( সাঃ ) বিদ্বেষী । তার ইসলাম গ্রহণের কাহিনি মুসলিম বলতে সবারই জানা । আমি এখানে মূলত তার শাসনকালে তিনি কেমন ছিলেন , শাসক হিসেবে তিনি তার অধীনস্তদের সাথে কেমন ব্যবহার করেছেন , কেমন ছিলো একজন শাসক হিসেবে তার জীবন সেই দিকটি তুলে ধরা চেষ্টা করবো ।

ইনশাল্লাহ। 


 হযরত উমর ( রাঃ ) প্রশাসনিক কাজে ছিলেন বেশ দক্ষ । এক কথায় তিনি ইসলামি অর্থ ব্যবস্থা , যাকাত ব্যবস্থায় শৃঙ্খলা এনেছিলেন । অর্থ বিভাগ , বিচার বিভাগের মাধ্যমে তিনি তাঁর সময়কালে সব কিছু একটা সুন্দর আইনের আওতায় এনেছিলেন । ফলে তাঁর সময়ে অপরাধ বোধ যেমন কমে গিয়েছিল তেমনি ধনী গরীবের ব্যবধানও হ্রাস পেয়েছিলো অনেক । একের পর এক যুদ্ধেশেষ সময় চলে আসে । মৃত্যু শয্যাতেও উমর ( রাঃ ) ছিলেন সৎ , আল্লাহ ভীত , আইনের  জয় লাভ করে যখন ইসলামি সালাতান বৃদ্ধি করে যাচ্ছিলেন তখন অন্যদিকে তাঁর জীবনের শাসনের অনড় । তিনি চাইলেই তাঁর পুত্রকে পরবর্তী খলিফা নির্বাচন করে যেতে পারতেন । এমন কথা উঠলে উমর বলেছিল , নিশ্চই তোমরা আল্লাহকে খুশি করার জন্য এ কথা বলোনি । পরবর্তী খলিফা নির্ধারণে তিনি যে উপদেষ্টা পরিষদ করে দিয়েছিলেন তাতে সবাই একমত ছিলো । এতে করে বড় ধরনের ফেতনা থেকে বেঁচে যায় মুসলিম উম্মাহ ।



মহান বিজেতা হয়েও অনন্য সাধারন জীবন - যাপন করতেন  হযরত উমর ( রাঃ )  যিনি নিজে হেঁটেছেন খালি পায়ে । তিনি ছিলেন মহান বিজেতা ,,যে শাসন করেছেন অর্ধ পৃথিবী । ইসলামের দ্বিতীয় খলিফায়ে রাশেদ হযরত উমর ( রাঃ ) ছিলেন সবার চোখের মণি । যার ইসলাম গ্রহণে স্বয়ং মুহাম্মদ সা . দোয়া করেছিলেন । তিরমিজি হাদিস নং ৩৬৮১ তে আছেঃ ‘ হে আল্লাহ ! আবু জাহল ইবনে হিশাম বা উমর ইবনুল খাত্তাবের মধ্যে যাকে আপনার পছন্দ , তাকে ইসলাম গ্রহণের তাওফিক দিয়ে ইসলামের শক্তি দান করুন । হযরত উমর ইবনুল খাত্তাব ছিলেন আল্লাহর প্রিয় । তিনি তাকে ইসলামের সুশীতল ছায়া তলে আশ্রয় দান করেন । '


হযরত উমর ( রাঃ ) খুবই সাধারণ জীবন যাপন করতেন । তাঁর একাধিক জামা না থাকার কারণে একবার জুম্মার সময়ে তিনি কিছুটা সময় পরে উপস্থিত হয়েছিলেন । হাফেজ জাহাবি রাহ . কাতাদাহ রাহ . হতে উদ্ধৃত করে বলেন , উমর রা . খলিফা নিযুক্ত হওয়ার পর তালিযুক্ত আলখেল্লা পড়ে বাজারে চক্কর দিতেন । তালিগুলোর মধ্যে কিছু ছিলো চামড়ার । তাঁর কাধে থাকতো চাবুক । অপরাধী পেলেই শাস্তি দিতেন । ( তারিখুল খুলাফা ২৬৮ ) কুরাআনের অনেক মতের সঙ্গেই ছিলো হযরত উমর ( রাঃ ) এর মিল । যেমনঃ হযরত উমর ( রাঃ ) মুহাম্মদ ( সাঃ ) - কে বলেছিলেন – হে আল্লাহর রাসুল ! যদি আপনি মাকামে ইবরাহিমকে নামাজের স্থান হিসেবে গ্রহণ করতেন । পরবর্তীতে আল্লাহ অবতীর্ণ করেছিলেনঃ ‘ তোমরা ইবরাহিমের দাঁড়ানোর জায়গাকে নামাজের জায়গা হিসেবে গ্রহণ করো । ' ( সূরা বাকারাঃ ১২৫ )

Post a Comment

0 Comments