আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।                  

প্রিয় বন্ধুরা আল্লাহতালা কেন জান্নাতের আটটি দরজা এবং জাহান্নামের সাতটি দরজা বানালেন?? দরজাগুলোর কি কি নাম এবং এর অর্থ কি ??জাহান্নামে আল্লাহর কাছে কি কি অভিযোগ করেছিল?? প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি খুবই তথ্যপূর্ণ।  তাই ভিডিওটি  মনোযোগ সহকারে  দেখতে থাকুন।   

রাসূল সাল্লাল্লাহু আলাই সালাম বলেছেন ,, আল্লাহতালা জান্নাতের আটটি দরজা সৃষ্টি করেছেন আর জাহান্নামের সাতটি দরজার সৃষ্টি করেছেন।  আল্লাহ তাআলা কুরআনে ইরশাদ করেন সেটার সাতটি দরজা আছে প্রত্যেক দরজা দিয়ে প্রবেশ করার জন্য শয়তানের অনুসারীদের নির্দিষ্ট অংশ রয়েছে। [ সূরা হিজর আয়াত নম্বর 44 ]                                     


রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেন ,,জান্নাতে 100 টি স্তর আছে।  আর প্রত্যেকটি স্তরের মাঝে এত দূরত্ব আছে যে,, যতটা দূরত্ব আছে আকাশ ও যমীনের মাঝে।    আর ফেরদৌস তার মধ্যে সর্বোচ্চ স্তর।  আর সেখান থেকেই জান্নাতের চারটি ঝরনা প্রবাহমান । এর উপরে রয়েছে আরশ ,,তোমরা আল্লাহর নিকট জান্নাতের জন্য দোয়া করলে জান্নাতুল ফেরদৌস এর জন্য দোয়া করবে ।                                                                                                   

আটটি জান্নাতের নাম হলঃ এক জান্নাতুল ফেরদৌস , জান্নাতুল নাঈম ,নাঈম অর্থ সুখ-স্বাচ্ছন্দ তার নেয়ামত।   জান্নাতুল মাওয়া ,মাওয়া শব্দের অর্থ  ঠিকানা বা প্রকৃত আশ্রয়স্থল।   জান্নাতুল আদন ,আদন অর্থ কোন স্থানে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত হওয়া, বসবাস করা ও চিরঞ্জীব।   দারুসসালাম, দারুসসালাম অর্থ শান্তির ঘর । দারুল খোলদ, খোলদ শব্দের অর্থ  স্থয়ী হওয়া।  দারুল মাকাম, দারুল মাকাম অর্থ স্থায়ী আবাস এর বাড়ি।  দারুল কারার ,দারুল কারার অর্থ স্থায়ী আবাস যার শুরু আছে কিন্তু শেষ নেই।                                                                                                         


অপরদিকে জাহান্নামের ভয়াবহতা তৈরি করা হয়েছে পাপিষ্ঠদের জন্য । সহীহ বুখারী ও মুসলিম শরীফে বর্ণিত হাদীসে এসেছে ,হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সালাম বলেছেন ,,     

   জাহান্নাম তার রবের কাছে অভিযোগ করল ,আমার একাংশকে অপর অংশ খেয়ে ফেলছে । তখন তাকে দুইবার শ্বাস নেওয়ার অনুমতি দিলেন, একবার গ্রীষ্মকালে আর একবার শীতকালে । তোমরা গরমের যে প্রচণ্ডতা অনুভব করো তা জাহান্নামের উত্তপ্ত থেকে।  আর শীতের তীব্রতা অনুভব করো,, তা জাহান্নামের শীতলতা থেকে।  {সহি বুখারী ও মুসলিম}                                                                                       

    

 সাতটি জাহান্নামের নাম হল ঃএক জাহান্নাম। 2 লাজা ,লাজা মানে লেলিহান আগুন। 3 হুতামা, হুতামা মানে প্রজ্জলিত আগুন । 4 সাঈব,সাঈব মানে ও প্রজ্জলিত আগুন।  5 ,সাক্কার,, সাক্কার মানে ঝলসে দেয়া অথবা গলিয়ে দেওয়া।  

6 জাহিম,, জাহিম মানে কঠিন অগ্নিদাহ।  7 হাবিয়াহ,,হাবিয়াহ  মানে গভীর গর্ত বা পাতাল।                                                                                                                      জাহান্নাম হলো আল্লাহ তাআলার রাগের কারণ ।আর জান্নাত হলো তার দোয়া ও ভালোবাসা।                                                                                                           উক্ত জান্নাত-জাহান্নামের সংখ্যা ও আলোচনার বহু তারতম্যে স্পষ্ট হয়ে যায় ,,আল্লাহ তাআলার রাগের চাইতে তার ভালোবাসা ও দয়া অনেক বেশি ।তিনি তাঁর বান্দাদেরকে জাহান্নামে দিতে চান না।                                                                     

 আল্লাহতালা সবাইকে জাহান্নামের আগুন থেকে বেঁচে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন আমিন