Header Ads Widget

Responsive Advertisement

সব সময় সুস্থ ও নিরাপদ থাকার ১০০% কার্যকরী দোয়া | ছোট একটি দোয়া | Blessings of always being health

 আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ,,, সম্মানিত মুসলিম ভাই ও বোন বলে আমি আশা করছি মহান আল্লাহ রব্বুল আলামীনের অশেষ মেহেরবানীতে ভালো আছেন ।              

 সুপ্রিয় দর্শক ,,,সুস্থ থাকতে কে না চায়?? সুস্থতা আল্লাহ তাআলার একটি বিশেষ নিয়ামত।  আর তাই আজকের এই ভিডিওর মধ্যে সহি হাদিস থেকে জানিয়ে দিব,,, রাসুল সাঃ সুস্থতার জন্য আল্লাহ তাআলার কাছে কোন দোয়া করতেন ।  বর্তমানে করোনাভাইরাস এবং অমিক্রোন  এর কারণে আমরা কঠিন জীবন যাপন করছি।  এবং সামনে আসছে রমজান মাস।  তাই আমাদের সুস্থ থাকা খুবই জরুরী । ভিডিওটি সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ ,,অতএব ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি।                                            

 শারিরীক ও মানসিকভাবে সুস্থ ও ভালো থাকার জন্য,, মহান আল্লাহর  নিকট দু'আ করার পাশাপাশি,, স্বাস্থ্যসম্মত খাবার ,,পরিমিত ঘুম,, বিশ্রাম ইত্যাদি ঠিক রাখতে হবে । এবং যে সকল কাজ ও আচরণে শরীর ও মন খারাপ হতে পারে,, সেসব থেকে যথাসম্ভব দূরে থাকতে হবে।  সবকিছু ঠিক থাকার পরেও আল্লাহতালা অনেক সময় বান্দাকে রোগ-ব্যাধি ও বিপদ দিয়ে পরীক্ষা করে থাকেন।  এতে সে পরিশুদ্ধ হয়।  তার গুনাহ মোচন হয় । এবং অঅখিরাতে মর্যাদা বৃদ্ধি পায়। রাসুল সাঃ বলেছেন,, শরীরের সদকা আদায় করার কথা।  মানব দেহে অনেক জোরা রয়েছে।  প্রতিটি জোরার  হক আদায় করার কথাও বলেছেন তিনি।  শরীরের সদকা বা জোরার  হক আদায়ে প্রতিদিন সালাতুত্ দোহা বা চাশতের নামাজ পড়তে বলেছে ন। যারা চাশতের দুই কিংবা চার রাকাত নামাজ পড়বে,, ওই ব্যক্তির শরীরের সদকা বা জোরার  হক আদায় হয়ে যাবে ।                                                                                       

 ভালো  কাজ ও আচরনেও শরীরের হক আদায় হয় বলেছেন রাদুল সাঃ।                                    যারা চাশতের নামাজ পড়তে পারেন না,, তারা আমাদের কাছে কমেন্ট করতে পারেন।  আমরা পরবর্তী ভিডিওতে চাশতের নামাজ কিভাবে পড়তে হয় জানিয়ে দেবো ইনশাআল্লাহ।  মানুষের শরীরকে সুস্থ রাখতে সকাল-সন্ধ্যা যে দোয়ার আমল করতে বলেছেন রাসুল সাঃ,, চলুন জেনে নেই।                                                                                                                 

শুরুতেই  আপনাদের জানিয়ে দেই,, দোয়াটি আপনারা  কিভাবে আমল করবেন???        

দোয়াটি আমল করার নিয়ম হচ্ছে,, প্রত্যেক দিন ফজরের নামাজের পরে এবং মাগরিবের ফরজ নামাজ পড়ার পরে।  আপনারা এই দোয়াটি তিনবার করে পাঠ করবেন।            

  দোয়াটি হলোঃ   اللهم عافني في بدني

اللهم عافني في سمعي

اللهم عافني في بصري

لا اله الا انت                    বাংলা অর্থ ঃ হে আল্লাহ আমার দেহ সুস্থ রাখুন।  হে আল্লাহ আমাকে সুস্থ রাখুক।  দৃষ্টিশক্তিতে আপনি ছাড়া কোন ইলাহ নাই।                                                                 

এটি সুনানে আবু দাউদের 5090 নাম্বার হাদিস।                                                                                                                                        

   আরো একটি দোয়া  আবু দাউদ  শরিফে বর্ণ না করা হয়েছে,,,  দোয়াটি  যখন আপনারা বেশি বিপদে পড়বেন,, তখন আমল করবেন।  দোয়াটি হচ্ছে  ياحي ياقيوم برحمتك استغيث

اللهم رحمتك ارجو فلا تكلني الى نفسي طرفه عيني واصلح لي شاني كله لا اله ال     

    অর্থঃ হে চিরঞ্জিব,,,সব কিছুর ধারক বাহক। অঅমি তোমার  রহমতের উসিলায় তোমার নিকট সকল বিপদ ও সঙ্কট থেকে পরিত্রাণ চাই ।   হে আল্লাহ আমি তোমার দয়ার আশা করি।  তুমি আমাকে এক মুহূর্তের জন্য ও আমার নিজের উপর ন্যস্ত করো না ।  বরং তুমি  সয়ং আমার সমস্ত ব্যাপার  ঠিক করে দাও।  তুমি ব্যতীত কোন মাবুদ নাই।  এটি  ‍মুসনাদে  হাকিম এবং আবু দাউদ শরীফে বর্ণনা করা হয়েছে।                                                             সর্বশেষ একটি কথা বলতে চাই,,, সেটি হচ্ছে দোয়াটি খুবই কার্যকরী এবং পরীক্ষিত।  দোয়াটি বিশ্বাসের শহীত আমল করুন । অবশ্যই ফল পাবেন ইনশাআল্লাহ । আল্লাহপাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন।  আমীন !!!!                                                     

        প্রিয় দর্শক বেশি বেশি শেয়ার করুন। যেন সকল মুসলিম ভাই ও বোনেরা এই দোয়াটি আমল করতে পারে।  সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি । আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।

তো সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভাল লাগলে লাইক দিন। আর নিয়মিত আমাদের ভিডিও পেতে এখনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করুন। দেখা হবে অন্য কোন ভিডিওতে। ভাল থাকবেন। ধন্যবাদ সবাইকে


Post a Comment

0 Comments