আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ।
বন্ধুরা আশাকরছি আপনারা সকলেই আল্লাহর অশেষ মেহেরবানীতে অনেক ভালো আছেন।
আপনারা সকলেই জানেন আল্লাহ তায়ালার কত বেশি ক্ষমতা রয়েছে এই পৃথিবীতে,আল্লাহ তায়ালা চাইলে সব কিছু সম্ভব, একটি মৃত মানুষকে জীবত করতে পারেন,আবার একটি জীবিত মানুষকে ১ সেকেন্ডের মধ্যে মৃত্যু বরণ করিয়ে দিতে পারেন,আল্লাহ তয়ালার ক্ষমতার কাছে মানুষ হার মেনে যায়,আজকের ভিডিওতে আপনাদের কে এমন একটি ঘটনা শুনাবো,যেই ঘঠনার মাধ্যমে আপনারা আল্লাহর ক্ষমতা দেখতে পারবেন,তাই ঘঠনাটি শুনার আপনার মনের গভীর থেকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে বাধ্য হবেন।
তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন,ভারতের একটি মহিলা ছিলো,মহিলাটির কোন ভাবেই সন্তান হচ্ছিল না,সে বার বার আল্লাহর কাছে সন্তান চাইতো,সে প্রতিদিন নামাজ পড়ে আল্লাহর কাছে সন্তান চাইতো,। অপর দিকে আল্লাহ তায়ালা বলেন,হে বান্দারা তোমরা যদি আমার কাছে কিছু চাও,আমি কখনোই তোমাদের খালি হাতে ফিরিয়ে দিব না,এবং সেই জিনিসটি দেওয়ার পর যদি তোমার ক্ষতি হয়, তাহলে সেই জিনিসটি তুমি চাওয়ার পরেও দেই না।। এবং রোজ হাশরের ময়দানের দিন,তোমাকে সেই জিনিসটি দিয়ে দিব,সুবহানাল্লাহ।
মহিলাটি অনেক কান্না কাটি করার পরে,আল্লাহর কাছে সন্তান চাইলো, তখন আল্লাহ তায়ালার মন নরম হয়ে গেলো,এবং তার দোয়া কবুল করে তার গর্ভে একটি সন্তান দিয়ে দিলেন,এবং আসতে আসতে যখন সন্তান জন্মগ্রহণের সময় চলে এলো,
তখন সেই মহিলাটিকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো,তখন ডাক্তার অনেক চেষ্টা করার পরে,তার পেট থেকে সন্তান উদ্ধার করে,এবং ডাক্তাররা দেখে সেই সন্তানটি মৃত, যখন সেই মহিলাটি এই খবর শুনতে পেলো,তার সন্তান মৃত্যু বরণ করেছে,তখন মহিলাটি কান্নাকাটি শুরু করলো,তখন সেই মহিলাটি তার বান্ধবীকে বললো,তুমি যাও পাশের কোন মসজিদের মোয়াজ্জিনকে ডেকে আনো,তখন সেই মহিলা গেলো,এবং পাশের মসজিদের মোয়াজ্জিন কে ডেকে আনলো,এবং সেই মহিলাটি মোয়াজ্জিন কে বললো,হুজুর আপনি আমার সন্তানের কানে,আল্লাহর তায়ালার পবিত্র বাণী,আজানের ধ্বনী বলেন,যখন বাচ্চাটির কানে মোয়াজ্জিন সাহেব আজান দেওয়া শুরু করলো,টিক তখনই ঘটলো এক অলৌকিক ঘঠনা,যেটা শুনার পর আপনার শরীরের লোম শিউরে ওঠবে,এবং আল্লাহর প্রসংশায় সুবহানাল্লাহ বলতে বাধ্য হবেন,
মোয়াজ্জিন সাহেবের আজান শুনার সাথে সাথেই, বাচ্চাটি কান্না করা শুরু করলো,সুবহানাল্লাহ।।
দেখুন আল্লাহ তায়ালার কি ক্ষমতা, আল্লাহ তায়ালা চাইলে অনেক কিছুই করতে পারেন,তিনি এই পৃথিবীর মালিক,এই পৃথিবী তার,আমরা তার গোলাম,।।আসুন বন্ধুরা আমরা ৫ ওয়াক্ত নামাজ ওয়াক্ত মতো আদায় করি,এবং আল্লাহ তায়ালার আদেশ মোতাবেক জীবন পরিচালনা করি,।।
মহান আল্লাহ তায়ালা তার কুদরতের উপর বিশ্বাস করার তাওফিক দান করুক। আমিন
0 Comments