Header Ads Widget

Responsive Advertisement

আল্লাহুআকবার! আল্লাহর কুদরতের ঘটনা সরাসরি দেখুন, আল্লাহর কুদরতের ঘঠনা

 আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ

বন্ধুরা কেমন আছেন সবাই আশাকরি আপনারা সকলেই অনেক ভালো আছেন। 

আজকের ভিডিওতে একজন মা ও তার ছেলের বিস্ময়কর ঘটনা সম্পর্কে বলতে চলেছি,তাই ভিডিওটি না টেনে সম্পুর্ন দেখতে থাকুন।

একজন মা তার ছোট্ট ছেলেকে ছেলেবেলা থেকেই,

আল্লাহর প্রতি বিশ্বাস গড়ে তোলার জন্য প্রতিদিন একটি কৌশল অবলম্বন করতেন,যেমন,ছেলেটি যদি তার মাকে বলতো,মা আমার খুদা লেগেছে,আমাকে কিছু খেতে দাও,তখন তার মা বলতো,আমার কাছে কিছু না চেয়ে বরং আল্লাহর কাছে চাও,তাহলেই পেয়ে যাবে,ছেলেটি জিজ্ঞেস করলো,আল্লাহর কাছে কিভাবে চাইবো?মা বললেন নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে চাইতে হয়,তাহলে আল্লাহ তায়ালা তোমাকে খাবার দিয়ে দিবেন,ছোট্ট ছেলেটি মায়ের কথা অনুযায়ী অজু করে নামাজে দাড়িয়ে গেল,আর আল্লাহর কাছে দোয়া করতে লাগলো,হে আল্লাহ আমার প্রচন্ড খুদা পেয়েছে, আমাকে কিছু খাবার দাও,আড়ালে লুকিয়ে মা ছেলের নামাজ পড়া দেখে মনে মনে খুশি হয়,ছেলের নামাজ পড়া শেষ হওয়ার আগেই, ছেলের পেছনে খাবার রেখে চলে যায়,আর ছেলে যখন নামাজ পড়া শেষ করে পেছনে দেখে তখন সে মহা খুশি হয়ে যায়,দৌড়ে এসে মাকে ডেকে এনে দেখায়,মা দেখো আল্লাহ আমার দোয়া কবুল করেছেন,আল্লাহ আমায় খাবার দিয়েছেন,মা তখন হেসে বলেন হে বাবা আল্লাহর কাছে বান্দা কিছু চাইলে আল্লাহ তা অবশ্যই দেন,ছেলেটি তখন থেকে প্রতিদিন নামাজ পড়তো,যখনই খুূদা লাগতো তখনই সে নামাজে দাড়িয়ে আল্লাহর কাছে চাইতো,এমন ভাবে সে খুব আল্লাহ ভক্ত হয়ে যায়,।

হঠাৎ একদিন ছেলেটির মা কোথাও বেড়াতে গিয়েছিলেন,কিন্তু আত্মীয়দের জুড়াজুড়িতে আসতে পারছিলেন না,অবশেষে সেইদিন আত্মীয়দের বারিতে থেকে যান,।কিন্তু মায়ের মন খুব চিন্তায় আছে ভাবছেন যদি ছেলের খুদা লাগে 

আর যদি নামাজ পড়ে খাবার না পায়,তাহলে তো আল্লাহর উপর বিশ্বাস নষ্ট হয়ে যাবে,।এতদিন তো মা তার পেছনে খাবার দিতো,কিন্তু আজ কি হবে?এই ভাবতে ভাবতে মা খুব চিন্তায় পড়ে গেলো,পরের দিন খুব সকালে মা বাড়িতে এসে জিজ্ঞেস করলো,তুমি কি গতকাল খাবার খেয়েছো,হ্যা আমি খেয়েছি মা অবাক হয়ে জিজ্ঞেস করলো কিভাবে?

কেন এতদিন যেভাবে খেয়ে এসেছি ঠিক সেভাবেই, বরং গতকাল সবচেয়ে সুস্বাদু খাবার খেয়েছি,এতদিন তো খুব সাধারণ খাবার খেয়েছি, কিন্তু গতকাল নামাজ শেষ করার আগেই,খাবারের সুঘ্রাণ আমার নাকে আসে,তখনই বুজতে পারি আমার খাবার এসে গেছে,ছেলের মুখে এই কথা শুনে মা সাথে সাথে নামাজে দাড়িয়ে আল্লাহর শুকরিয়া আদায় করেন।

আল্লাহ তায়ালা তার সব বান্দাদের কে ভালোবাসেন,শুধু আল্লাহর প্রতি বিশ্বাস থাকলেই যে কোন কাজে সফল হওয়া যায়।হে আল্লাহ আমাদের কে সেই তাওফিক দান করুন,আমরা যেন আপনার উপর বিশ্বাস রাখতে পারি,এবং ধৈর্য ধারন করতে পারি,আমিন।

বন্ধুরা এই ছিলো আমাদের আজকের ভিডিও, ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।


Post a Comment

0 Comments