আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু
সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামীনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভাল আছেন।
(Online madrasha bd) ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম।
সুপ্রিয় দর্শক,,,,বিবাহ বিচ্ছেদ যেন বর্তমান সমাজের একটি কালচার।
অধিকাংশ সংসারে দন্দ,,কলহ লেগেই থাকে।
আজকের ভিডিওতে আলোচনা করবো,,
মেয়েরা যে দশটি সহজ কাজ করলে সংসারে আসবে অনাবিল সুখ,, শান্তি। ভালবাসায় ভরে যাবে আপনাদের দাম্পত্য জীবন।
তো চলুন ভিডিওটি শুরু করা যাক,,,,
শায়খ ইবনু জুবাইলান,,, স্বামীর ভালবাসা ও প্রীতি অর্জন করার জন্য বিভিন্ন ইসলামিক স্কলারদের রচিত,, বিভিন্ন গ্রন্থ থেকে চয়ন করে নারীদেরকে উদ্দেশ্যে করে ১০ টি নসীহত করেছেন । আসুন সেগুলো সবাই জেনে নেই
১) বিভিন্ন উপলক্ষে স্বামীর হাতে কপালে চুম্বন করা। কারণ একে অপরকে চুম্বন করার দ্বারা ভালোবাসা বৃদ্ধি লাভ করে। [মাওলানা আশরাফ আলী থানভি রহ. রচিত বেহেশতি জেওর]
২) স্বামী বাইরে থেকে এলে সাথে সাথে স্বাগতম জানানোর জন্য দরজায় এগিয়ে আসা। তার হাতে কোন বস্তু থাকলে তা নিজের হাতে নেয়ার চেষ্টা করা এবং কোমলভাবে সালাম দেওয়া ও আলিঙ্গন করা। [হাকিম আশরাফ আলি রচিত পুশিদা রাজ]
৩) সময় ও মেজাজ বুঝে স্বামীর সামনে প্রেম-ভালবাসা মিশ্রিত বাক্যালাপ করা। তার সামনে তার প্রশংসা করা। সম্মান ও শ্রদ্ধামূলক আচরণ করা। [মাওলানা আশরাফ আলী থানভি রহ. রচিত বেহেশতি জেওর]
৪) স্বামীর পোশাক-আশাকের পরিচ্ছন্নতার প্রতি বিশেষ খেয়াল রাখা। আর হাদিসে এসেছে পরিস্কার-পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। এবং রান্নার ক্ষেত্রে স্বামী যা পছন্দ করেন তা নিজ হাতে প্রস্তুত করতে সচেষ্ট থাকা। [আদাবুল মোয়াশারাত , স্বামী-স্ত্রীর মিলনবিধান]
৫) সর্বদা স্বামীর সামনে হাসি মুখে থাকা। কারণ স্ত্রীকে হাসি খুশি দেখলে স্বামীদের মন ভালো হয়ে যায়। অনেক চিন্তা পেরেশানি দূরীভূত হয়। [স্বামী-স্ত্রীর মিলনবিধান]
৬) স্বামীর জন্য নিজেকে সুসজ্জিত রাখা। শরীরে দুর্গন্ধ থাকলে বা রান্না ঘরের পোষাকে তার সম্মুখে না যাওয়া। মাসিক ঋতুর সময়ও সুসজ্জিত অবস্থায় থাকা। [স্বামী-স্ত্রীর মিলনবিধান]
৭) স্বামীর সামনে কখনো নিজের কন্ঠকে উঁচু না করা। নারীর সৌন্দর্য তার নম্র কন্ঠে। [মাওলানা আশরাফ আলী থানভি রহ. রচিত বেহেশতি জেওর]
৮) সন্তানদের সামনে স্বামীর প্রশংসা ও গুণগান করা। [স্বামী-স্ত্রীর মিলনবিধান]
৯) নিজের এবং স্বামীর পিতা-মাতা , ভাই-বোন ও আত্মীয়-স্বজনের সামনে আল্লাহর কৃতজ্ঞতার সাথে সাথে স্বামীর প্রশংসা করা ও তার শ্রেষ্ঠত্ব তুলে ধরা। কখনো তার বিরুদ্ধে তাদের নিকট অভিযোগ না করা। [মাওলানা আশরাফ আলী থানভি রহ. রচিত বেহেশতি জেওর]
১০) কখনো স্বামীর আভ্যন্তরীন গোপন বিষয় অনুসন্ধান না করা। কেননা কুরআনে আল্লাহ্ বলেন , তোমরা কারো গোপন বিষয় অনুসন্ধান কর না। (সূরা হুজুরাত – ১৩)
বন্ধুরা,, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে,, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন,, এবং কমেন্ট করে আমাদেরকে জানাবেন।
আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন,, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
পরম করুনাময় আল্লাহ তাআলা আমাদের আমাদের সকলের সংসারে দান করুন অনাবিল সুখ শান্তি। এই প্রত্যাশায় আজকের ভিডিওটির এখানেই ইতি টানছি। আল্লাহ হাফেজ
0 Comments