Header Ads Widget

Responsive Advertisement

সপ্নে নামাজ ও বিয়ে করতে দেখলে কি হয়?? সকল মুসলিমের জানা উচিৎ

আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। 

প্রিয় দর্শক ,,




স্বপ্ন তিন ধরনের হয়ে থাকে। মনের কল্পনা ও অভিজ্ঞতা। শয়তানের ভয় প্রদর্শন ও কুমন্ত্রণা ও আল্লাহ তাআলার পক্ষ থেকে সুসংবাদ। (বর্ণনায় : বুখারি)


হযরত আবু রাযিন আল-উক্বাইলী রাঃ বলেন নবী কারীম সাঃ বলেছেন


মু'মিনের স্বপ্ন হচ্ছে নবুওতের চল্লিশভাগের এক ভাগ(অর্থাৎ তা সত্যরূপ পরিনত হয়ে থাকে),যে স্বপ্ন দেখেছে স্বপ্নটা তার উপর ঘুর্ণায়মান থাকে যতক্ষণ না কারো কাছে ব্যক্ত করে,অতঃপর যখন সে কারো কাছে ব্যক্ত করে (এবংঐ ব্যক্তি এর কোনো ব্যখ্যা প্রদান করে) তখন ঐ ব্যখ্যা অনুযায়ীই স্বপ্ন বাস্তবায়িত হয়।(তিরমিযি হাদীস নং ২২৭৮)


স্বপ্নে নামাজ পড়তে দেখলে কি হয়??


স্বপ্নে নামায পড়ার অর্থ হল, নিজ জীবনে রহমত বরকত চলে আসা।আপনি চেষ্টায় থাকুন।আল্লাহ বারাকাহ দিবেন।



স্বপ্নে বিয়ে করতে দেখলে কি হয়??

যারা বিয়ে করেনি তারাও নিজের বিয়ে স্বপ্নে দেখে আবার যারা বিয়ে করেছেন তারাও নিজের বিয়ে স্বপ্নে দেখেণ, আর চিন্তা করেন কি হতে পারে এর তাবির?


এ ব্যপারে আজ আমি ২টি কথা বলব।


প্রথমত- বিয়ে হতে দেখা যেমন বর যাত্রী দেখা, আকদ হতে দেখো, বিয়ে অনুষ্ঠানে যে সব কার্যক্রম হয় সেগুলি দেখা আর সে অনুভব করে যে এটা তার বিয়ে হচ্ছে, কোন কোন সময় অবিবাহিত লোক যে বিয়ে করার চিন্তা করে বিয়ে করার আকাংখা করে তাহলে হতে পারে এটা তার চিন্তা ভাবনারই রিফ্লেকশেন। কেননা যা চিন্তা করা হয় কখনো কখনো তা স্বপ্নেও চলে আসে।


এর আরেকটি তাবির হল আল্লাহর হকুমে সে অতি সহসাত বিয়ে করবে। এটাতো হল যে অবিবাহিত তার স্বপ্নের ব্যাখ্যা।


আর যে ব্যক্তি আগেই বিয়ে করেছে, সে যদি বিয়ে স্বপ্নে দেখে সেক্ষেত্রে পুরুষ ও মহিলা স্বপ্নের মধ্যে পাথক্য আছে।


যদি কোন বিবাহিত পুরুষ স্বপ্ন দেখে যে তার বিয়ে হচ্ছে তাহলে এর ব্যাখ্যা হল তার সার্বিক অবস্থা উন্নত হবে, তার ব্যবসা, চাকরী, কাজ কারবারে উন্নতি হবে, বিশেষ করে তার খান্দান থেকে সে কল্যাণ লাভ করবে।


যদি কোন বিবাহিত মহিলা স্বপ্ন দেখে যে তার বিয়ে হচ্ছে, তাহলে এর ব্যখ্যা হল কারো পক্ষ থেকে সে মহিলা ক্ষতির সম্মুখিন হবেন।

সম্মানিত দর্শকঃ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে???? তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন্ ।  আর সবাই আমাদের সাথেই থাকবেন।ট  আজ তাহলে এই পর্যন্তই,, আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন,, আল্লাহ হাফেজ। 


Post a Comment

0 Comments