Header Ads Widget

Responsive Advertisement

স্বপ্নে মৃত মানুষকে দেখা কিসের ইঙ্গিত?

আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।

সুপ্রিয় হিদায়াহ বাংলার দর্শক মন্ডলী ,,আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামীনের অশেষ মেহেরবানীতে আপনারা সকলেই ভাল আছেন।

প্রিয় দর্শক ,,



আমরা স্বপ্নে বিভিন্ন সময় অনেক কিছু দেখে থাকি। আমাদের আপনজনের মৃত্যু বা আত্মীয় স্বজনের মৃত্যু, এগুলো দেখে মানসিক চাপ সৃষ্টি হয় এবং মনের মধ্যে দুশ্চিন্তা বিরাজ করে। নিজের মনে অনেক রকম প্রশ্ন জাগ্রত হয় । কাউকে জিজ্ঞাসা করলে একেকজন এক এক রকম বক্তব্যপেশ করে এ নিয়ে দুটানার সৃষ্টি হয়। মূলকথা স্বপ্নে মৃত ব্যক্তিকে কি অবস্থায় দেখেছেন,কার্যকলাপ কি ছিলো সব কিছু মনে রাখতে হবে। আজকে আমি তুলে ধরবো স্বপ্নে মৃত মানুষ দেখলে কি হয়, ইসলাম কি বলে ও তার ইসলামিক ব্যাখ্যা কি।

স্বপ্নে মৃত্যু দেখলে তার অর্থ হচ্ছেঃ

স্বপ্নে মৃত্যু দেখলে দ্বীনী বিপর্যয় এবং দুনিয়াতে উচ্চ মর্যাদা লাভের প্রমাণ।কিন্তু এর শর্ত হলো তার সাথে কান্নাকাটি ও চিৎকার থাকতে হবে,লাশকে কবর এর উদ্যেশে নিয়ে যাবে কিন্তু দাফন করবে না।যদি দেখে দাফন করে ফেলেছে তাহলে দর্শনকারীর দ্বীনী বিষয়ে কল্যাণ ও সংশোদনের আশাত অনেক দূরে। বরং তার জীবনে শয়তানের প্রভাব ও দুনিয়ার মোহ- মায়া থাকে ধীরে ধীরে প্রবল ভাবে গ্রাস করবে।তদ্রূপ যে সংখ্যক মানুষের জানাযায় সে যোগদান করেছে তার সমপরিমাণ মানুষ তার প্রভাব বলয়ে বিচরণ করবে।তাদের সবার উপরে সে প্রাধান্য বিস্তার করে দোর্দন্ড প্রতাপে নেতৃত্ব করেবে।


স্বপ্নে নিজের মৃত্যু দেখলে তার অর্থ হচ্ছেঃ

স্বপ্নে নিজের মৃত্যু দেখলে বাস্তব জীবনে তার দ্বীন ও ঈমানের দুর্বলতা এবং দৃষ্টিশক্তিতে অন্ধত্বের প্রভাব প্রতিফলিত হবে।


জীবিত অবস্থায় কেউ যদি স্বপ্নে নিজেকে কবরবাসী দেখেঃ  তাহলে তার অর্থ হচ্ছে

সে কারাবন্দী হবে অথবা ব্যক্তিগত ব্যপার নিয়ে কঠিন সমস্যার সম্মুখীন হবে।

কেউ যদি দেখে সে কবর খুঁড়ছে তার অর্থ হলো

আপন মহল্লা বা শহরে সে একটি ঘর নির্মাণ করবে।

কোন ব্যক্তি ঘুমন্ত অবস্থায় মৃত লোককে দেখতে পায় এবং তার সাথে কোন বিষয় জানতে চায় আর সে বলে দেয়,এইরকম স্বপ্ন দেখার অর্থ


এই রকম স্বপ্ন সত্য ও সঠিক।এতে কম বেশ বা ব্যতিক্রমের কোন সম্ভাবনা নাই ।অর্থাৎ  মৃত ব্যক্তি যদি বলে সে ভাল অবস্থায় আছে তাহলে সে সুখেই আছে পরকাল তার শান্তিতে কাটছে । মৃত ব্যক্তির সাথে যদি নিজের ও পরের যে অবস্থার কথা বলবে তা সত্য ও সঠিক রুপে নিতে হবে।কেননা মৃত ব্যক্তি বর্তমানে মাকামে হক তথা চরম সত্য জগতে বাস করছে ,যেখানে মিথ্যার কোন স্থান নেই। কাজেই যে সংবাদ সে প্রাদান করছে তাতে কোন মিথ্যার  আশ্রয় নেয়ার তার কোন সুযোগই নেই।

মৃত ব্যক্তিকে যদি উত্তম অবস্থায় দেখতে পায় । যেমন পরিধানে সাদা কিংবা সবুজ কাপড় ও মুখে হাসি অথবা সে খুশির সংবাদ প্রধান করে, এমন স্বপ্ন দেখলে

এটা মৃত ব্যক্তির পরকালীন জীবন সুখ ও শান্তির নির্দেশন।


ইতিপূর্বে মারা গেছে এমন মানুষকে কেউ দ্বিতীয়বার মারা যাচ্ছে এবং আরও দেখলে চিৎকার ও বিলাপহীন অবস্থায় তার জন্য কান্নাকাটি করছে, এমন স্বপ্ন দেখলে

বাস্তবে  পরিবারের কারো বিয়ে হবে।

স্বপ্নে কান্নার সাথে উচ্চস্বরে বিলাপ ও চিৎকার করতে দেখলে এর অর্থ হবেঃ

বাস্তব জীবনে তার সন্তান বা বংশের কোন লোক মারা যাবে।


স্বপ্নে মৃত লোকের জন্য কবর খনন করছ দেখলে এর অর্থ দাঁড়ায়ঃ

বস্তবে মৃত লোকের পরিচিত হলে তার জাগতিক ও পরকালীন বিষয়ে দর্শনকারী এমন তার পথ অনুসরন করবে এবং অপরিচিত হলে দর্শনকারীর এমন বিষয় অর্জনের চেষ্টা করবে যা তার পক্ষে হাসিল করা সম্ভব হবে না।

স্বপ্নে মৃত ব্যক্তি হতে কিছু গ্রহন দেখলে তার অর্থঃ

মৃত ব্যক্তি হতে কিছু গ্রহন উত্তম কিন্তু তাকে কিছু দেয়া অশুভ লক্ষণ।কেউ যদি দেখে মৃত ব্যক্তি তাকে কোন জাগতিক বস্তু দান করেছে তা হলে সে কল্যাণনের অধিকারী হবে ও ধারণা করে নাই এমন জায়গা থেকে রিযিক লাভ করবে ।


সম্মানিত দর্শকঃ আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে?? এটা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন।  আর সবাই আমাদের সাথেই থাকবেন।  এবং অনেক বেশি ভাল থাকবেন । আজকে এই পর্যন্তই ,আল্লাহ হাফেজ।


Post a Comment

0 Comments